জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অফিসার জিৎ বসু হঠাৎ করেই নিশার বাড়িতে উপস্থিত হয়। ভানু পেছনের দরজা দিয়ে পালালেও, নিশা আতঙ্কে পড়ে যায়। তারপর জিৎ বসুকে চা বানিয়ে খাওয়াতেই তিনি প্রশংসা করে বিদায় নেন। নিশা আবার আসার অনুরোধ করে তাকে। বিদায় নেওয়ার আগে তিনি নিশাকে বলেন, স্যার না ডেকে যেন তার নাম ধরেই ডাকে সে।
অফিসার চলে যেতেই ভানু ফিরে আসে। ভানুকে নিশা বলে, অফিসার ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীকে খুঁজে বের করবে বলেছে, কিন্তু অপরাধের পরিমাণ এতই বেরিয়ে দিতে হবে যেন সে কুল কিনারা খুঁজে না পায়। সেই মতো ভানু কাজে লেগে পড়ে লোক জোগাড় করতে। নিশা বলে যে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়ে জোগাড় করতে হবে কল সেন্টারের কাজ বলে। কাজে লাগলেই তারা বুঝে যাবে আসলেই কি কাজ করছে। ভানুর সাথে ফোনে এসব কথা বলার সময় নিশা অদ্ভুত জিনিস লক্ষ্য করে।
যে তার বাড়ির বাইরে অনেক লোক পাহারা রেখে গেছে জিৎ বসু। সে বুঝতে পারে, এবার সাবধানে না চললে বিপদ, তাই ভানুকেও সাবধান করে দেয়। ওদিকে ঋষির গলা দিয়ে খাওয়ার নামছে না। সে চিন্তা করেই যাচ্ছে, কি করে এতবড় ক্ষতি সে সামলাবে। জ্যোতি ঋষিকে খেতে যাওয়ার কথা জানাতেই ঋষি ভেঙে পড়ে। সে জ্যোতিকে বলে, এই মুহূর্তে এতগুলো টাকার ক্ষতি হয়ে যাওয়াতে কোম্পানির কত কর্মচারীদের বাড়িতেই রান্না হচ্ছে না।
এমন পরিস্থিতিতে সে খাবে কি করে। ঋষি আরও জানায়, সেদিন চা দিতে গিয়ে জ্যোতি যে দৃশ্য দেখেছিল। যেখানে ঋষি একজন বয়স্ক কর্মচারীকে দুরদুর করে বের করে দিচ্ছে, কারণ সেই মানুষটা দিনের পর দিন কোম্পানির টাকা চুরি করছিল। ঋষি জ্যোতিকে বলে, কোনদিনও সে অন্যায় করেনি। সৎ পথে ব্যবসা চালিয়েছে আর যার জন্য পুজো দিতে বলেছিল জ্যোতিদের, তাঁকেও সে মারেনি বরং তাকে বাঁচাতে চেষ্টা করেছিল। তবুও আজও স্বপ্ন এসে সে অপরাধবোধের ভোগায় ঋষিকে।
আরও পড়ুনঃ একদা উঠেছিল বিচ্ছেদের গুঞ্জন, ‘তুমি আমার খামতি খুঁজে পাও না’ সব বিতর্ক পেরিয়ে ১৩ বছরের মিষ্টি দাম্পত্যে স্বামীকে ভালোবাসায় ভরালেন সৌমিলি
সবটা শুনে জ্যোতি ভেঙে পড়ে, বুঝতে পারে ঋষি কোনদিনও ভুল ছিল না বরং তারাই ভুল বুঝে ক্ষতি করেছে। যদি মনে হতে থাকে, এই সব কিছুতে তার দিদিই আসল অপরাধী! তার দিদির প্রতিটা কথা বিশ্বাস করে সে, এতদিন ঋষিকে ভুল বুঝে এসেছে, ঘেন্না করেছে কিন্তু আজ নিজেই গ্লানি বোধে শেষ হয়ে যাচ্ছে। এদিকে শিব নারায়ণ বাবু চুপিচুপি বাড়ি ফেরার সময় রাস্তায়, জিৎ বাস্তু মুখোমুখি হয়। তিনি থানায় নিয়ে যায় তাকে।
