বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিলি ঘোষ বিশ্বাস অভিনয় জগতে যেমন পরিচিত তেমনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবেও তার নাম উচ্চারিত হয়। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার সর্বাধিক দেখা সিরিয়াল পরিণীতা তে যেখানে তিনি রায়ানের পিসিমণি অর্থাৎ পারুলের পিসিশাশুড়ির ভূমিকায় দর্শকের ভালোবাসা কুড়িয়ে চলেছেন। ধারাবাহিকের সময়ে নতুন গল্পের মোড় ঘুরতে চললেও বাস্তব জীবনে সৌমিলির গল্প বহু আগেই রঙিন হয়ে উঠেছে তার বিশেষ মানুষ অয়ন ঘোষকে ঘিরে।
পেশায় ব্যাঙ্ককর্মী অয়নকে ২০১২ সালে বিয়ে করেন সৌমিলি এবং সেই থেকেই শুরু হয় তাদের সুখী দাম্পত্য জীবন। নায়ক নায়িকার মতোই সময়ের সাথে আরও গভীর হয়েছে তাদের সম্পর্ক। দেখতে দেখতে পেরিয়ে গেছে তেরোটি বছর এবং বিয়ের বার্ষিকীতে সেই সুন্দর মুহূর্তগুলিই আবারও মনে করলেন অভিনেত্রী। নিজেদের কাটানো মধুর ছবি শেয়ার করে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া অনুরাগীদের মন।
ছবিগুলিতে কখনও অয়নের কাঁধে মাথা রাখতে দেখা গেছে সৌমিলিকে আবার কখনও দুজনকে চোখে চোখ রেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে। আবেগ ভরা পোস্টে তিনি লিখেছেন ভালোবাসাকে অন্ধ বলা হলেও তার মনে হয় অয়ন তার খামতিগুলো কোনও দিনই চোখে দেখেন না আর সেই কারণেই একসঙ্গে এতটা পথ এত সহজে পেরিয়েছেন তারা। শুভ বিবাহবার্ষিকী বার্তায় ভেসে গিয়েছে তার সংস্পর্শ।
অনুরাগীরা দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন আর সৌমিলিও ধন্যবাদ জানিয়েছেন সকলকে। তবে বছর খানেক আগেই শোনা গিয়েছিল সৌমিলির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন যা তৈরি হয়েছিল বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের একটি পোস্টকে কেন্দ্র করে যেখানে তিনি ইয়ার্কির ছলে দাবি করেছিলেন সৌমিলি নাকি নৃত্যশিল্পী অর্ণব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন। মুহূর্তেই খবরটি রটে যায় চারদিকে এবং অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন এসবই ভিত্তিহীন ও মিথ্যে।
আরও পড়ুনঃ পল্লবী ম্যাজিক! বেছে বেছে কাজ করেন! জানেন কোন অজানা রহস্যে তাঁর প্রতিটি ধারাবাহিকই হয় দারুণ জনপ্রিয়?
পরে সুজয় প্রসাদ জানান বিষয়টি নিছকই কৌতুক ছিল কিন্তু সৌমিলি স্পষ্ট করেন তার স্বামী অয়ন এবং শ্বশুরবাড়ির লোকজন এসব বাজে গুঞ্জনে মন দেন না। শেষপর্যন্ত সব জল্পনা উড়িয়ে নিজেদের দাম্পত্যে আবারও নতুন বছর শুরু করেছেন সৌমিলি আর অয়ন এবং সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেছেন তাদের ভালোবাসায় ভরা তেরো বছরের পথচলার গল্প।
