টেলিভিশনের পর্দায় পল্লবী শর্মা মানেই দর্শকের কাছে বিশেষ এক আবেদন। সাড়ে সাত বছরের অভিনয়জীবনে মাত্র দুটো ধারাবাহিকেই নায়িকা হিসাবে দেখা গেলেও দুটিই দীর্ঘদিন ধরে চলেছে এবং জনপ্রিয়তা পেয়েছে দারুণভাবে। প্রথম ধারাবাহিক টানা পাঁচ বছর দর্শকের মনোরঞ্জন করেছে এবং দ্বিতীয়টি আড়াই বছরের বেশি সময় ধরে সব বয়সের দর্শকদের পছন্দের তালিকায় থেকেছে। এবার নতুন গল্পে আবার নায়িকা হিসেবে ফিরছেন পল্লবী এবং তাই স্বভাবতই উঁচু প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
ইদানীং যেখানে বহু ধারাবাহিক অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যায়, সেখানে পল্লবীর কাজ আলাদা আলোচনার বিষয়। এখন কোনও গল্প আট মাসে শেষ হয় আবার কোনওটি তিন মাসেই প্যাক আপ হয়ে যায়। টিআরপি আছে নেপথ্যে কিন্তু ধারাবাহিক হিট হওয়ার আসল মন্ত্র কী তা নিয়ে নানা প্রশ্ন। পল্লবীর মতে ভাগ্য একটি দিক হলেও কঠোর পরিশ্রমই আসল চালিকাশক্তি। তিনি বিশ্বাস করেন অবিরাম দেওয়া মন এমনিতেই সাফল্যের পথ তৈরি করে এবং দর্শক সেই sincerity টুকুই অনুভব করেন।
অভিনেত্রী মনে করেন একটি চরিত্রে টানা অভিনয় করতে করতে অনেক সময় অজান্তেই সেই চরিত্রই হয়ে ওঠা শুরু হয়। প্রতিদিন প্রায় চৌদ্দ ঘণ্টা একটি অনুভূতিকে বয়ে বেড়ানো সহজ নয়। তাই একটি কাজ শেষ করে সঙ্গে সঙ্গে নতুন কাজ শুরু করা তাঁর মতে ঠিক নয়। প্রথম ধারাবাহিক শেষ হওয়ার পরে প্রায় দু বছর বিরতি নিয়ে তিনি নতুন গল্পে ফিরেছিলেন এবং সেই বিরতিই তাঁকে নতুন চরিত্র ডুবে যাওয়ার শক্তি দেয় বলে তিনি মনে করেন।
‘নিমফুলের মধু’ শেষ হয়ে গেছে প্রায় নয় মাস আগে এবং দর্শকরা অপেক্ষা করছিলেন তাঁর ফিরে আসার। পল্লবীর মতে শুধু অভিনেতারই নয় দর্শকদেরও আগের চরিত্র ভুলে নতুন চরিত্রকে গ্রহণ করার সময় পাওয়া প্রয়োজন। চরিত্রের রূপ বদলের এই প্রক্রিয়াকে তিনি অত্যন্ত জরুরি মনে করেন এবং তাঁর অভিজ্ঞতায় এটি ভালো কাজ করে।
আরও পড়ুনঃ ট্রোলিংয়েই লুকিয়ে সাফল্য! জি বাংলার নায়িকারা শুরুতে সমালোচনা মুখে পড়লেও যোগ্যতায় বাজিমাত করছেন তারাই! আরাত্রিকা, শ্রুতি, ঈশানিতে মজে টেলিপাড়া!
নতুন ধারাবাহিকে পল্লবীর সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং এই জুটিকে ঘিরে ইতিমধ্যেই আগ্রহ ছড়িয়েছে টেলিপ্রেমীদের মধ্যে। পল্লবী নিজের অভিনয়ের প্রতি দায়িত্বশীলতা এবং চরিত্র বাছাইয়ের নির্বাচন সবসময়ই করে থাকেন গভীর ভাবনা চিন্তার সঙ্গে। তাই তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে আবারও প্রত্যাশা বিরাজ করছে যে এবারও তিনি দর্শকদের মন জয় করবেন নিজের সহজাত অভিনয় দক্ষতায়।
