জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেয়ে ডলকে নিয়ে হওয়া বিতর্কে নাজেহাল অভিষেক-পত্নী! ‘এবার দয়া করে থামুন’, মুখ খুললেন সংযুক্তা

অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই স্ত্রী সংযুক্তা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন। স্বামী হারানোর যন্ত্রণার মাঝে বিভিন্ন ধরনের কারণকে ঘিরে হয়রান হতে হয়েছে তাঁকে। বিশেষ কারণে লম্বা পোস্ট করলেন তিনি সোশ্যাল মিডিয়ায়।

এবার তিনি করোজোরে সকলকে একটি অনুরোধ করলেন। তিনি এবং অভিষেকের মেয়ে সাইনা অভিষেকের শুভেচ্ছা নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। মেয়েকে নিয়ে যেভাবে বিতর্ক টানা হচ্ছে তাতে অভিষেক বেঁচে থাকলেও অসন্তুষ্ট হতেন এমনটাই লিখেছেন সংযুক্তা।

অভিষেকের মেয়ে এই কম বয়সে পিতৃহারা হয়ে যে শোক ভোগ করছে তা থেকে নিজেকে বের করার চেষ্টা করছে। তাই এবার সংযুক্তা অনুরোধ করেছেন বাবা-মেয়ের এই বন্ডিংটাকে যাতে সবাই সম্মান করে।

আসলে এই বিতর্কের সূত্রপাত হয় অভিষেকের সহ অভিনেত্রী তৃনা সাহার মন্তব্যের পর। একটু বলেন অভিষেক চাইতেন তার মেয়ে বড় হয়ে যেন তৃণার মত হয়। সংযুক্তা বলেন তিনি এবং অভিষেক কখনোই চাননি যে তাঁদের মেয়ে অন্য কারোর মতো হোক। তারপরেই আবার বিস্ফোরক উক্তি করেন তৃণা যে অভিষেকের মেয়ে হওয়ার ইচ্ছে নেই তাঁর।

Piya Chanda

                 

You cannot copy content of this page