জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কিছু মাত্র টাকার জন্য আপনজনদের কাছ থেকে শুনতে হয়েছে কটু কথা, কটাক্ষ! ব্যর্থতা পেরিয়ে আজ ছোটপর্দার নায়ক সপ্তর্ষি রায়

জীবনে সাফল্য আসবে—এই স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবে সেই সাফল্য ছুঁতে পারা ঠিক ততটাই কঠিন। অধিকাংশ ক্ষেত্রেই লড়াই শুরু হয় নিজের ঘর থেকেই। বিশেষ করে যখন টাকার জন্য কাউকে কাউকে আপনজনের মুখ থেকেও কটু কথা শুনতে হয়, তখন সেই আঘাত সহ্য করে এগিয়ে চলার মনোবলই একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বহু ছেলেমেয়েই এই কঠিন বাস্তবের মুখোমুখি হন, আর সেই তালিকাতেই পড়েন অভিনেতা সপ্তর্ষি রায়।

পরিবার পাশে থেকেছে ঠিকই, কিন্তু আর্থিক সমস্যা যেন তার স্বপ্নপূরণের পথে বারবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে। খারাপ সময়ে কারা সত্যিকারের কাছের মানুষ, আর কারা শুধু নামমাত্র, সেটা খুব স্পষ্ট হয়ে যায়। তেমনটাই হয়েছে সপ্তর্ষির জীবনেও। নিজের প্রিয়জনদের থেকে, এমনকী বন্ধুবান্ধবদের থেকেও কটু কথা শুনতে হয়েছে তাঁকে, যা তিনি কখনও ভাবেননি। সেই সময় অনেক রাতে চোখের জল মুছে নিজেকে প্রস্তুত করেছেন নতুন লড়াইয়ের জন্য।

এই কঠিন বাস্তবতার মধ্যে দিয়েই অভিনয়ের প্রতি অদম্য ভালোবাসা ও অধ্যবসায়ের জোরে ছোটপর্দায় জায়গা করে নেন সপ্তর্ষি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরা–তে ‘শৌর্য’ চরিত্রে অভিনয় করে রাতারাতি পরিচিতি পান তিনি। যদিও সেই ধারাবাহিকে এখন আর তাঁকে দেখা যায় না, তবুও দর্শকের মনে শৌর্য হিসেবে আজও জায়গা ধরে রেখেছেন সপ্তর্ষি।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, জীবনে যারা তাঁকে ব্যর্থ বলেছিল, তারাই আজ তাঁর সফলতা দেখে চুপ করে গিয়েছে। তিনি বর্তমানে আবার একটি নতুন ধারাবাহিকে কাজ করছেন, যেখানে তাঁকে মুখ্য চরিত্রে দেখা যাবে।

ব্যর্থতা তাঁকে গড়ে তুলেছে ভিতর থেকে। আপনজনের মুখের কটু কথা, আর্থিক সমস্যা ও বারবার প্রত্যাখ্যানই তাঁকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। নিজের যোগ্যতায় এবার বাংলা টেলিভিশনের প্রধান চরিত্রে অভিনয় করছেন সপ্তর্ষি রায়—এ এক নিঃশব্দ জয়ের গল্প, যা অনুপ্রেরণা হয়ে থাকবে বহু তরুণের কাছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page