জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

টলিউড থেকে বলিউড চুটিয়ে কাজ করছেন অভিনেতা শাশ্বত চ্যাটার্জি! শুধু সাফল্য দেখতে পেলেন না বাবা শুভেন্দু চ্যাটার্জি, আক্ষেপ শাশ্বত’র

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। রুপোলি পর্দায় নায়কের অভিনয় মন কেড়েছে দর্শকদের।

শুধুমাত্র বাংলা সিনেমা নয়, পাশাপাশি বলিউডেও একাধিক কাজ করে চলেছেন শাশ্বত। এছাড়াও বড় পর্দার বাইরে ওয়েব সিরিজেও পা রেখেছেন তিনি। তাই শুধুমাত্র অনুরাগী নয় সমালোচকদের কাছেও আজ যথেষ্ট প্রিয় পাত্র শাশ্বত চট্টোপাধ্যায়।

শবর চরিত্র বাঙালির মনে গেঁথে গিয়েছে। আর এই চরিত্রে যিনি সর্বদাই বিরাজমান তিনি হলেন শাশ্বত। গোয়েন্দাগিরি নিয়ে তৈরি তাঁর প্রথম ছবি সুপার সাকসেসফুল হয়েছিল।

এরপর আরও পর্ব বেরিয়েছে তার। এবার আবারো তীরন্দাজ শবর মুক্তি পেতে চলেছে যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন শাশ্বত। একাধিক প্রত্যাশা রয়েছে দর্শক মহলের।

1625466489 1 49

তবে বলিউডেও নিজের জায়গা তৈরি করে ফেলেছেন এর মধ্যে। একাধিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে এই বাঙালি অভিনেতাকে।

এমনকি দক্ষিণ ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি থেকেও কাজ পেয়েছেন তিনি। কিন্তু এতকিছুর পরেও জীবনে একটা বড় আফসোস রয়ে গেল নায়কের। তাঁর এত বড় সাফল্য দেখে যেতে পারলেন না বাবা এবং অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। আজও বড় কোনো কাজের সুযোগ পেলে সবার আগে বাবার কথাই মনে পড়ে তাঁর।

Piya Chanda

                 

You cannot copy content of this page