জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রোহন অতীত! প্রেমের গুঞ্জন শুরু হতেই সৃজলার সঙ্গে ছবি পোস্ট করে ডিলিট করলেন শন! জুটির প্রেমের খবর কী তবে সত্যি?

স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন। এই ধারাবাহিকের জনপ্রিয় জুটি ঋষি-পিহু, অর্থাৎ শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ, দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এই ধারাবাহিক দর্শকদের প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হয়ে উঠেছিল। শুটিং চলাকালীনই সৃজলার সঙ্গে রোহন ভট্টাচার্যের প্রেম ভেঙে যাওয়ার পর গুঞ্জন ওঠে, শনের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি এমনটা ঘটেছে। যদিও সেই সময় দু’জনেই এই খবর উড়িয়ে দেন।

তবে রবিবার থেকে শনের ইনস্টাগ্রামে সৃজলার সঙ্গে তোলা একটি ছবি কয়েকবার পোস্ট করে আবার মুছে ফেলা হয়েছে। ছবির ক্যাপশন ছিল, “শীতের দুপুরে রোদ পোহানো।” শনের নীল টি-শার্ট ও সৃজলার গোলাপি সালোয়ারে তোলা ছবিটি ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা—“তাহলে কি কিছু চলছে?”

সৃজলা কেরিয়ার শুরু করেছিলেন মডেলিং দিয়ে। রোহনের সঙ্গে সম্পর্কে থাকার সময়েই ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি। মন ফাগুনের শেষদিকে শোনা যায়, অনস্ক্রিন প্রেম নাকি ছড়িয়ে গিয়েছে অফস্ক্রিনেও। এমনকী, দু’জনের গোয়ায় একসঙ্গে ছুটি কাটানোর কথাও রটে। যদিও সেই সময় শন জানিয়েছিলেন, “এই গুজব ভিত্তিহীন। সৃজলা আমার সহ-অভিনেত্রী ছাড়া আর কিছুই নন। আমরা শুধু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম।”

রোহনও জানান, তাঁদের বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় ব্যক্তি জড়িত নয়। জানিয়েছিলেন, ‘আমি আর সৃজলা যদি আলাদা হয়ে থাকি তাহলে সেটা একদমই আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি নেই।’ রোহনের সঙ্গে প্রেম ভাঙার পর থেকে, সৃজলা বা শন কারওরই কোনো প্রেমের খবর মেলেনি।

তবে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’ করার সময় পর্দার দেব অর্থাৎ রোহনের সঙ্গে নাম জড়ায় সহ-অভিনেত্রী অঙ্গনা রায়ের। এক সাক্ষাৎকারে অঙ্গনার সঙ্গে প্রেম-চর্চা নিয়ে প্রশ্ন করা হলে অভিনেতার কাছ থেকে জবাব এসেছিল, ‘এরকম কিছু হলে আমি নিজেই ঘোষণা দেব। তবে ওর সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। ওর সঙ্গে থাকতে ভালো লাগে। আমার সঙ্গে সচারাচর এমনটা হয় না। আমি এমনিতে খুবই লাজুক। অঙ্গনাকে কোস্টার হিসেবে পেয়ে আমি সত্যিই খুশি।’

তবে সম্প্রতি শনের প্রোফাইলে এই ছবিগুলো বারবার আসা ও মুছে ফেলা, নতুন করে প্রশ্ন তুলছে—তখন যা শোনা গিয়েছিল, তা কি সত্যি? নাকি এসব কৌশল শুধুই প্রচারের জন্য? উত্তরের অপেক্ষায় দর্শক।

Piya Chanda

                 

You cannot copy content of this page