জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নায়ক-প্রযোজকের প্রেমিকার সঙ্গে সম্মুখ সমরে ইধিকা! এবার শাকিবের নায়িকা হতে রুক্মিনীর সঙ্গে লড়াইয়ে নামছেন অভিনেত্রী?

আবারও বড়পর্দায় ঝড় তুলতে আসছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আসছে ইদে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘প্রিন্স’। প্রেম আর অ্যাকশনের মিশেলে তৈরি হচ্ছে এই ছবি, পরিচালনায় আবু হায়াত মাহমুদ, প্রযোজনায় অরিন্দম দাস (বাবাই)।

প্রথমে ছবির নাম ঠিক ছিল ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। পরে নাম বদলে রাখা হয়েছে ‘প্রিন্স’। ছবির বেশিরভাগ শুটিং হবে কলকাতা, মুম্বই, দক্ষিণ ভারত ও বাংলাদেশে।
এই ছবিতে দেখা যাবে তিন নায়িকাকে — যার মধ্যে দু’জন টলিউডের!

শাকিবের বিপরীতে কারা থাকছেন, তা নিয়েই এখন টলিপাড়ায় জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, রুক্মিণী মৈত্র ও ইধিকা পাল— এই দুই নায়িকার নামই এখন আলোচনায়। কলকাতার এই দুই জনপ্রিয় মুখের মধ্যে কে হবেন শাকিবের ‘প্রিন্সেস’, তাই নিয়েই চলছে জল্পনা।

যদিও এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে। শেষ মুহূর্তে নাম বদলাতেও পারে, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তৃতীয় নায়িকা থাকবেন বাংলাদেশেরই এক তারকা অভিনেত্রী।

ছবিতে থাকবে নব্বই দশকের মাফিয়ারাজ ও অপরাধ জগতের গল্প। শাকিবকে দেখা যাবে নায়কের নানা বয়সে, তাই লাগবে বিশেষ প্রস্থেটিক মেকআপ। ছবির ক্যামেরায় থাকছেন বলিউডের ‘অ্যানিম্যাল’-খ্যাত অমিত রায়, আর মেকআপের দায়িত্বে থাকবেন সেই ছবিরই শিল্পী।

সব মিলিয়ে, ‘প্রিন্স’ হতে চলেছে আন্তর্জাতিক মানের একটি প্রজেক্ট— যেখানে মুখ্য আকর্ষণ শুধু শাকিবই নন, কলকাতার দুই নায়িকার মধ্যে কে তাঁর সঙ্গে স্ক্রিন ভাগ করবেন, সেটিও এখন চর্চার কেন্দ্রবিন্দু।

Piya Chanda

                 

You cannot copy content of this page