টেলিভিশন দুনিয়ায় চমকপ্রদ খবর, অনেকদিন পর আবারও দুই প্রিয় মুখকে একসঙ্গে দেখা যাবে ছোটপর্দায়। এই জুটি এর আগে কখনও স্ক্রিন শেয়ার করেননি, তাই দর্শকদের মধ্যে উন্মাদনা এখন থেকেই তুঙ্গে। গুঞ্জন চলছিল বহুদিন, এবার মিলল অফিসিয়াল সিলমোহর।
টলিপাড়ার ব্যস্ত সময়সূচির মধ্যেও তাঁরা দু’জনেই সম্প্রতি কাজ শেষ করেছেন বড়পর্দা ও ওয়েব প্রজেক্টে। দীর্ঘ বিরতির পর এবার তাঁরা ফিরছেন একদম ভিন্ন স্বাদের ধারাবাহিক নিয়ে। পরিচালনা ও প্রযোজনায় থাকছেন ছোটপর্দার অভিজ্ঞ নির্মাতা সুশান্ত দাস। আর এই নতুন যাত্রায় মুখ্য ভূমিকায় থাকবেন শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি।
শ্রুতি জানিয়েছেন, শেষ ধারাবাহিকের পর বেশ কিছু অফার এলেও পছন্দ না হওয়ায় তিনি ফিরছিলেন না। এবার যে চরিত্রে অভিনয় করছেন, তা তাঁর মনে গভীর ছাপ ফেলেছে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘নিশা’, যার একমাত্র লক্ষ্য—যেকোনও উপায়ে প্রচুর টাকা উপার্জন করে জীবনে কোটিপতি হওয়া। একেবারেই ভিন্ন ধাঁচের এই চরিত্রে দর্শকরা দেখবেন শ্রুতির এক নতুন রূপ।
এই প্রথম একসঙ্গে স্ক্রিনে আসছেন শ্রুতি ও আরাত্রিকা। ধারাবাহিকে তাঁরা দুই বোনের ভূমিকায়—যেখানে আরাত্রিকার চরিত্র ‘উজি’ একদম বিপরীত স্বভাবের। উজি চান সৎ, আদর্শবান এবং নীতিবান মানুষ হয়ে উঠতে। এর আগে আরাত্রিকাকে যে ধরনের চরিত্রে দেখা গিয়েছে, তার থেকে একেবারেই আলাদা এই রূপে তিনি হাজির হবেন। তাঁদের এই বিপরীত চরিত্রের সংঘাতই হবে গল্পের মূল আকর্ষণ।
আরও পড়ুনঃ মিথ্যা অভিযোগ আর দমনচেষ্টার বিরুদ্ধে দাঁড়ালো অপু! অপু নিজের জীবন ঝুঁকি নিয়ে মেয়েটিকে উদ্ধার করলেও, দোষী বানানো হলো তাকে! আর্য আশঙ্কাজনক অবস্থার মাঝেও অপুর পাশে দাঁড়িয়ে!
আরাত্রিকা সম্প্রতি শেষ করেছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিক এবং এরপর অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে-তে। অন্যদিকে শ্রুতি বছরখানেক আগে শেষ করেছেন জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ এবং তার পর থেকেও তিনি বড়পর্দা ও ওয়েবে সক্রিয় ছিলেন। এবার এই দুই পছন্দের মুখকে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। ধারাবাহিকটি খুব শীঘ্রই জি বাংলায় সম্প্রচার শুরু করবে বলে জানা গেছে।