জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দেশের মাটিতে রুকমার কাছে পিছিয়ে পড়ে দুরন্ত কামব্যাক শ্রুতির! ‘রূপ আসল নয় প্রতিভাই আসল! তাইতো মূল চ্যানেলে শ্রুতি, আর নতুন চ্যানেলে রুকমা’দুই অভিনেত্রীর তুলনা টেনে বি’তর্ক নেটিজেনদের!

বিনোদন জগত মানেই দর্শকদের অভিনয়, সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য শিল্পসত্ত্বার মাধ্যমে আনন্দ দেওয়া। এই জগতে প্রতিটি অভিনেতা, অভিনেত্রী বা শিল্পীর মূল লক্ষ্য হলো দর্শককে আনন্দ দান করা। দর্শকরা তাদের অভিনয়, আবেগপূর্ণ দৃশ্য বা সৃষ্টিশীল কাজে নিজেকে মগ্ন করে, সেই আনন্দের মাধ্যমেই বিনোদন জগতের মূল পরিচয় তৈরি হয়।

শুধু দেখতে সুন্দর হলেই যে অভিনেতা-অভিনেত্রী বা শিল্পী দর্শকদের আনন্দ দিতে পারবে, তা নয়। দর্শকরা কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, চরিত্রের গভীরতা, আবেগ এবং বাস্তব অভিব্যক্তির মাধ্যমে যে কাহিনী তৈরি হয়, সেটিই তাদের আকর্ষণ করে। তাই কেবল চেহারা বা গায়ের রঙ নয়, দক্ষতা এবং অভিনয়ের গভীরতা দর্শকের মন জয় করে।

বিনোদন জগতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের আনন্দ দিতে চাইলে অভিনয় জানাটা একান্ত প্রয়োজন। কোনো চরিত্রকে জীবন্ত করে তোলা, আবেগের সঠিক মাত্রা এবং সংলাপের প্রাঞ্জলতা দর্শকের হৃদয়ে ছাপ ফেলে। একজন দক্ষ অভিনেতা বা অভিনেত্রী যে চরিত্রেই অভিনয় করুক না কেন, দর্শক তার আবেগ ও মেধা অনুভব করতে পারে।

অভিনয় ভালো জানলে গায়ের রঙ বা চেহারার কোনো বাধা থাকে না। একসময় দেশের মাটির জন্য অভিনেত্রী শ্রুতিকে অনেকে অপমানিত হতে হয়েছে রুকমার জন্য, কিন্তু আজ শ্রুতি জি বাংলার ‘জোয়ারভাটা’র নিশা চরিত্রের মাধ্যমে প্রশংসা পেয়েই চলেছে দর্শকদের থেকে।

আর রুকমা বর্তমানে একটি নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন। বর্তমানে অভিনেত্রী শ্রুতি যতটা জনপ্রিয়তার রয়েছে ততটা জনপ্রিয়তা দর্শকমহলে রুকমাকে নিয়ে নেই বললেই চলে। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের মধ্যেই শিল্পীর মূল্য প্রকাশ পায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page