জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রোজ হিসেব নেয়, নির্দেশ দিয়েছে লাভ না হলে গিয়ে লাভ করে তারপর বাড়িতে আসবে!” – স্ত্রী শুভশ্রীর কড়া ‘হুকুম’ প্রকাশ্যে আনলেন রাজ চক্রবর্তী!

টেলিভিশনের জগতে বর্তমানে যে কয়েকটি ধারাবাহিক দর্শকের মন জয় করে নিয়েছে, তার মধ্যে অন্যতম স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন আর নতুন গল্পের মোড়ে ভর করে এই ধারাবাহিক ইতিমধ্যেই রেটিং তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে। আর এর প্রযোজক হিসেবে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, যিনি নিজের অভিনয় জীবনের পাশাপাশি প্রযোজনার ক্ষেত্রেও সমান সক্রিয়।

শুধু ধারাবাহিক নয়, সিনেমাতেও সমান তালে কাজ করে যাচ্ছেন শুভশ্রী। বর্তমানে তার নতুন ছবি ধূমকেতু ঘিরে চলছে তুমুল আলোচনা। সিনেমার প্রচারের ব্যস্ততার মধ্যেই তিনি সময় বের করে পৌঁছে গিয়েছিলেন ‘গৃহপ্রবেশ’-এর সেটে। সেখানে অভিনেত্রীকে দেখা গেল সবার সঙ্গে হাসি-মজায় সময় কাটাতে, যা দেখে বোঝা যাচ্ছিল প্রযোজকের ভূমিকাতেও তিনি দারুণ স্বচ্ছন্দ।

এর মধ্যেই সামনে এল এক মজার ঘটনা। শুভশ্রীর স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানালেন, প্রযোজক শুভশ্রী প্রতিদিনই ধারাবাহিকের হিসাব-নিকাশ রাখেন। কতটা লাভ হয়েছে, কতটা ব্যয় হয়েছে—সবই তার নখদর্পণে। আর যদি লাভ না হয়, তাহলে নাকি তিনি মজার ছলে বলেন, “যাও, গিয়ে লাভ করে নিয়ে এসো!”

যদিও কথাগুলি রাজ চক্রবর্তী হালকা হাসির ছলেই বলেছেন, তবুও এর মধ্য দিয়ে বোঝা যায় শুভশ্রীর পেশাদারিত্ব। শুধু অভিনয় বা প্রযোজনার নামেই নয়, তিনি প্রতিটি কাজে রাখছেন সূক্ষ্ম নজর। ধারাবাহিকের সাফল্যের জন্য আর্থিক দিকের খুঁটিনাটি বোঝা ও পরিকল্পনা করা যে কতটা জরুরি, সেই বার্তাও স্পষ্ট হয়ে যায় এই মন্তব্যে।

অভিনেত্রী হিসেবে দীর্ঘদিন দর্শকদের মনোরঞ্জন করার পর এখন প্রযোজক হিসেবেও শুভশ্রী সমানভাবে সফল হচ্ছেন। ‘গৃহপ্রবেশ’-এর জনপ্রিয়তা ও রাজ চক্রবর্তীর এই মজার মন্তব্য মিলিয়ে বোঝা যায়, তিনি শুধু দর্শকের মন জয় করতে জানেন না, বরং সঠিক পরিকল্পনা ও পেশাদারিত্ব দিয়ে টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশলও আয়ত্তে রেখেছেন। ফলে, শুভশ্রীর এই নতুন পরিচয় টলিউডে এক আলাদা দৃষ্টান্ত স্থাপন করছে।

Piya Chanda