জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপুর প্রতি বিশ্বাসে ফাটল ধরাতে উঠেপড়ে লাগলো মীরা! রাজনন্দিনীর সত্যি জানার পর অপুর জীবনে ঝড়! বৃষ্টির রাতে নিয়ন্ত্রণ হারাল গাড়ি, ভয়া’বহ দুর্ঘ’ট’নায় গুরুতর আ’হত আর্য!

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, আর্যর মুখে রাজনন্দিনীর সত্যিটা জেনে অপু ভেঙে পড়ে। আর্যর অনেক ডাকার পরেও, কোনও উত্তর না দিয়ে অপু চলে যায়। এদিকে আর্যও গ্লানিবোধে ভুগতে থাকে। এদিকে অপুর মা-বাবা খুব দুশ্চিন্তা করতে থাকেন, বাইরের এত ঝড়-বৃষ্টিতে অপুর বাড়ি ফেরা নিয়ে।

অপুর মায়ের চিন্তা দেখে, অপুর বাবা অনেকবার ফোন করে অপুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে পায় না তাকে। এর কিছুক্ষণ পর অপু বাড়ি ফিরে আসে। বেশি কথা না বাড়িয়ে অপুর মা খেতে দেয় তাকে, এরপর জিজ্ঞেস করেন নতুন অফিস কেমন লাগলো। অপু জানায় কোনও নতুন অফিসে যায়নি সে, বরং তার অফিস আর্যর অফিসের সঙ্গে যুক্ত হয়ে গেছে।

এই কথা শুনে অপুর মা নিশ্চিন্ত হয় কিন্তু অপুর বাবা খুব রেগে যান, অতীতের অপমানের কথা ভেবে অপুকে কাজটা ছেড়ে দিতে বলেন। অপু বোঝানোর চেষ্টা করে যে এই কাজ সে তার যোগ্যতায় পেয়েছে। অতীতেও সমস্ত অপমানের জবাব দিয়ে তবেই আর জোর চাকরি ছেড়েছে বলে অপু। অন্যদিকে মীরা রাজলক্ষ্মীকে বলে আর্যকে যেন সাবধান করে দেয়, অপুর ভালো মেয়ে নয়।

মীরা বলে, অপু টাকার লোভে আর্যর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, ক্ষতি করে দিয়ে চলে যাবে। অর্ক সবটা শুনে খুব রেগে যায়, আর মীরাকে আর্যর ব্যক্তিগত বিষয় হস্তক্ষেপ করতে বারণ করে। এরপর মীরা অপুর বাড়ি গিয়ে জানতে চায়, আর্য কোথায়। অপু কিছু জানেনা বললেও, মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় আর্যকে নিয়ে। অনেকবার ফোন করেও আর্যর কোনও খোঁজ পায় না সে।

অন্যদিকে রাজলক্ষ্মীও আর্যর জন্য চিন্তা করতে থাকেন, এত রাত হয়ে গেলেও আর্যর কোনও খোঁজ নেই। কিঙ্করকে ফোন করে খোঁজ নিতে বলে অর্ক, অন্যদিকে অপু রাজনন্দিনীর বিষয়টা রুম্পাকে খুলে বলে। এরপর দেখা যায়, আর্য অপুর কথা চিন্তা করতে করতে গাড়ি চালাতে থাকে। সামনের সবকিছু অপরিষ্কার হয়ে যাওয়ায় গাড়ি গিয়ে ধাক্কা মারে সজোরে এবং আর্য আহত হয়ে জ্ঞান হারায়।

Piya Chanda