জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ বিরতির পর ছোটপর্দায়, ইন্দ্রানীর হাত ধরে ফিরে আসছে ‘বেদেনি জ্যোৎস্না’র গল্প! নতুন মেগার ঝলক প্রকাশ্যে! কোন চ্যানেলে, কবে থেকে শুরু ধারাবহিক?

নতুন ধারাবাহিক ‘বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম’ (Bedeni Jotsnar Amar Prem) এর প্রথম প্রোমো সম্প্রতি প্রকাশ পেয়েছে, যেটি কালজয়ী ছবি ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি। এই মেগার কেন্দ্রীয় চরিত্র বেদেনি জ্যোৎস্নার ভূমিকায় দেখা যাবে ‘ইন্দ্রানী পাল’কে (Indrani Paul), যিনি দীর্ঘদিনের বিরতির পর ছোট পর্দায় ফিরছেন। ছোটপর্দায় ইন্দ্রানীর প্রথম কাজ ছিল– স্টার জলসার ‘বরণ’ এবং ‘নবাব নন্দিনী’, যেখানে তিনি আত্মবিশ্বাসী নারীর চরিত্রে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর আর বেশ কিছু বছর, পর্দায় দেখা মিলেনি তার।

এদিন ইন্দ্রানীর নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেতেই, দশকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চেনা ছকের বাইরে বেরিয়ে, একেবারে পৌরানিক গল্প। প্রথম প্রোমোতে দেখানো হয়েছে, মাঠে সাপের খেলা চলাকালীন বেদেনির উপস্থিতি দারুন উত্তেজনা তৈরি করেছে। প্রোমোর শুরুতেই একটি জনসমুদ্রের মধ্যে বেদেনি সাপের খেলা পরিচালনা করছে, যেখানে এক পর্যায়ে রাজবাড়ি থেকে দূত এসে জ্যোৎস্নার খোঁজ করে। বেদেনি নিজেকে ‘বেদেনি জ্যোৎস্না’ বলে পরিচয় দিতেই, তাঁকে খবর দেওয়া হয় যে যুবরাজকে একটি বিষধর সাপ কামড়িয়েছে।

এই ঘটনাটি শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে, আর জ্যোৎস্না দ্রুত রাজবাড়িতে গিয়ে যুবরাজের পাশে দাঁড়ায়। যুবরাজকে পর্যবেক্ষণ করে বেদেনি বুঝতে পারে, অবস্থা আশঙ্কাজনক। বেদেনি জ্যোৎস্না রাজমাতাকে জানায় যে যুবরাজকে বাঁচাতে হলে ‘মায়া নাগ’ আনতে হবে, যার জন্য মরণ বিন বাজাতে হবে। মরণ বিনের সুরে ‘মায়া নাগ’ আসার পর যুবরাজের বিষ উঠে যায়, কিন্তু এর সঙ্গে জ্যোৎস্নার জীবনেও ঝুঁকি আসে। ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে শুরু করে এবং রক্ত ওঠে মুখ দিয়ে।

শেষে সে পড়ে যায়, তখন যুবরাজ তাকে আঁকড়ে ধরে রাখে। উল্লেখ্য, এই নতুন ধারাবাহিকটি সুরিন্দর ফিল্মস প্রযোজিত এবং জি বাংলার নতুন চ্যানেলে সম্প্রচারিত হবে। এই ধারাবাহিকে যুবরাজের চরিত্রে অভিনয় করবেন সিদ্ধার্থ সেন। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ নামের এই গল্পের থিমকে আধুনিক আঙ্গিকে তুলে ধরা হবে, যেখানে প্রাচীন প্রেম ও আত্মত্যাগের গল্প নতুন রূপে দর্শকের সামনে আসবে। অন্যদিকে, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ছবির গল্পের আদলে এর আগেও একটি ধারাবাহিক হয়েছিল।

বেশ কিছু বছর আগে সান বাংলা চ্যানেলে, একই গল্প নিয়ে ধারাবাহিক তৈরি হয়েছিল। চরিত্ররা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার নতুন ধারাবাহিকটি সেই ধারাবাহিকের ধারাবাহিকতায় একটি নতুন অধ্যায় হিসেবে হাজির হতে যাচ্ছে, যা আগ্রহীদের কাছে অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবে। দেখার বিষয়, অনুকরণ হলেও কি কোনও আধুনিকতার ছোঁয়া থাকবে? এতদিন বাদে ইন্দ্রানীর ফিরে আসাকে নিয়ে আপনারা কতটা উৎসাহী? অভিনেত্রীকে ঠিক কতটা মিস করেছেন সকলে?

Piya Chanda