জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

খালি গলায় ফের আরেকবার অন্বেষা হাজরার সুরের জাদু! শুটিংয়ের ফাঁকে তার গান গাওয়ার ভিডিও ভাইরাল 

টলিউডের একের পর এক প্রতিভা এসে যাচ্ছে। শুধু অভিনয় নয় পাশাপাশি গান একটা বড় ক্ষেত্র। যেকোনো সিনেমা হিট হতে গেলে তার গানগুলি আগে হিট হতে হয়। এক্ষেত্রে প্লেব্যাক সিঙ্গারদের বড় কৃতিত্ব থাকে। আজকাল বাংলার উঠতি গায়ক-গায়িকারা বড় সুযোগ পাচ্ছে প্লেব্যাক সিঙ্গার হওয়ার জন্য। কিছুদিন আগে জি বাংলার ধারাবাহিক এই পথ যদি না শেষ হয় এতে দেখা গিয়েছিল নিজের গলায় গান গাইলেন অন্বেষা হাজরা।

তিনি কোনো গায়িকা নন তিনি একজন অভিনেত্রী। সেই গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরাও। খোলা গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন তিনি।

এপিসোডের পর বিপুল প্রশংসা হয় এই অভিনেত্রীকে নিয়ে। তবে এখন ধারাবাহিকে যা দেখানো হচ্ছে তাতে দর্শকরা উর্মির উপর খুব রেগে আছে। গতকাল যেভাবে চাকরি পাওয়ার জন্য রিসেপসনিস্ট কে হেনস্থা করা হয় তা দেখে রেগে গিয়েছে দর্শকরা। উর্মির পাগলামি তারা ভালবাসে কিন্তু উর্মির অবিবেচক কাজ ভালো লাগে না তাদের।

 

 

এরমধ্যে আবার একটি ভিডিও ভাইরাল হলো এই অভিনেত্রীর। ধারাবাহিকের অন্য কোনদিন এর শুটিং হচ্ছে এবং হলুদ রঙের পোশাকে মেকআপ রুমে বসে রয়েছে উর্মি অর্থাৎ অন্বেষা হাজরা। সেই অবস্থাতেই গান গেয়ে যাচ্ছে নিজের মতো।

 

ভিডিওটি রেকর্ড করেছে বর্তমানের মিমি। সেই গান অসাধারণ লেগেছে। এরিয়া আবার প্রশংসা করা হয়েছে এই নায়িকার। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড়। সকলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে নায়িকাকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page