জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

SIR শুনানিতে এবার ডাক পেলেন দেব! নোটিস ঘিরে শুরু জল্পনা

রাজ্যে চলমান SIR প্রক্রিয়ার শুনানি পর্বে এবার আলোচনার কেন্দ্রে তৃণমূল সাংসদ ও জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর এলাকার কাউন্সিলর সূত্রে জানা গিয়েছে, দেবকে SIR শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। শুধু দেব নন, তাঁর পরিবারের আরও তিনজন সদস্যকেও একই শুনানিতে ডাকা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের আবাসনে সেই নোটিস পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, নির্ধারিত দিনে তাঁরা সবাই শুনানিতে হাজিরা দেবেন কি না, তা নিয়েই এখন কৌতূহল তুঙ্গে।

সূত্রের খবর অনুযায়ী, এই শুনানির মূল কারণ এনুমারেশন ফর্ম সংক্রান্ত একটি তথ্যের ঘাটতি। ফর্মের নিচের অংশে ২০০২ সালের লিঙ্ক সংক্রান্ত যে তথ্য পূরণ করার কথা ছিল, সেটি নাকি জমা দেওয়ার সময় ফিল আপ করা হয়নি। শুধু দেবের পরিবারই নয়, ওই একই আবাসনের একাধিক বাসিন্দাকেও নাকি একই কারণে শুনানিতে ডাকা হয়েছে। প্রশাসনিক সূত্র বলছে, তথ্য যাচাই করতেই এই শুনানি ডাকা হয়েছে এবং এটিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

SIR শুনানি নিয়ে যখন দেবকে ঘিরে আলোচনা চলছে, তখন আরও কয়েকজন পরিচিত মুখের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়েও খবর সামনে এসেছে। সোমবার এই শুনানিতে ডাকা হয়েছিল ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামিকেও। তবে খেলার ব্যস্ততার কারণে তিনি হাজিরা দিতে পারেননি বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী লাবণী সরকার নির্ধারিত দিনে শুনানিতে উপস্থিত ছিলেন। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা সকলেই যে এই প্রক্রিয়ার আওতায় আসছেন, তা স্পষ্ট হয়ে উঠছে।

দেবের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি গুরুত্ব পাচ্ছে তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে। একজন সাংসদ এবং জনপ্রিয় অভিনেতা হিসেবে তাঁর প্রতিটি পদক্ষেপ স্বাভাবিকভাবেই নজরে থাকে। তাই SIR শুনানিতে তাঁর নাম উঠে আসায় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত দেব বা তাঁর পরিবারের তরফে এই নোটিস নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রের দাবি, এটি শুধুই তথ্য যাচাইয়ের একটি ধাপ, এর সঙ্গে অন্য কোনও বিষয় জড়িত নয়।

এই আবহেই SIR শুনানি প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে প্রশ্ন এবং মতবিরোধ বাড়ছে। দেবের মতো পরিচিত মুখ যখন এই প্রক্রিয়ার অংশ হচ্ছেন, তখন সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ এবং কৌতূহল বাড়ছে। আদৌ কীভাবে এই শুনানি এগোবে এবং দেব সহ তাঁর পরিবারের সদস্যরা কী সিদ্ধান্ত নেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Piya Chanda

                 

You cannot copy content of this page