জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চলতি বছরের শুরুতেই নিজে দাঁড়িয়ে থেকে মাকে বিয়ে দিয়েছিলেন মেয়ে গরিমা! আইএসসিতে চমকে দেওয়া রেজাল্ট করল মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের কন্যা!

ছোট পর্দায় পার্শ্ব চরিত্রে সফল অভিনেত্রী তিনি। সরল সাদাসিধে থেকে জাঁদরেল খলনায়িকা সব চরিত্রেই সমান পারদর্শী তিনি। কথা হচ্ছে অভিনেত্রী ‘মল্লিকা বন্দ্যোপাধ্যায়’ (Mallika Banerjee) কে নিয়ে। বর্তমানে স্টার জলসার ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Salikh) এ পিসিমণি চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে তার খলনায়িকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

তবে চলতি বছরের শুরু থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ করে আলোচনায় তিনি। প্রথম দাম্পত্য জীবন সুখের ছিল না অভিনেত্রীর। সহ্য করতে হয়েছে মানসিক ও শারীরিক অত্যাচার, নিজেই এই কথা সাক্ষাৎকারে বহুবার জানিয়েছেন অভিনেত্রী। অবশেষে মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই দাম্পত্য শেষ করে বেরিয়ে আসেন।

এরপর সিঙ্গেল মাদার হিসেবেই মেয়ে গরিমাকে বড় করেছেন। নতুন করে সম্পর্কেও পড়েছেন। চলতি বছরের শুরুতেই বোন এবং মেয়ের সাহসে দ্বিতীয়বার সংসার পেতেছেন তিনি। জাঁকজমক করে বিয়ে করেছেন এবার। মেয়ে একা হাতেই সমস্ত দায়িত্ব সামলেছে। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন ১৮ বছর বয়সী এক মেয়ের বাবা হয়ে ওঠা সবাই পারে না।

কিন্তু তার নতুন জীবনসঙ্গী সেটা করে দেখিয়েছেন। এখন নতুন সংসার স্বামী আর মেয়েকে নিয়ে ভালো জীবন কাটাচ্ছেন অভিনেত্রী, সমানতালে চলছে ধারাবাহিকের শুটিংও। এই বছরে ক্লাস টুয়েলভ এর আইএসসি বোর্ডের পরীক্ষা দিয়েছে মেয়ে গরিমা, সে কথা আগেই জানা গিয়েছিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফলাফল। কেমন ফলাফল করল অভিনেত্রীর কন্যা?

এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। আশি শতাংশ নম্বর নিয়ে পাস করেছে গরিমা। অভিনেত্রী আরো বলেন, এই সাফল্যে যেমন খুশি তার পরিবার তেমন মেয়ের নতুন জীবন শুরু করা নিয়ে হালকা দুশ্চিন্তায়। স্কুলের গণ্ডি পেরিয়ে এবার কলেজে পা দিতে চলেছে মেয়ে, যদিও খুব দায়িত্ববান তাও অভিনেত্রী কিছুটা চিন্তায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page