জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

স্টারডম আকাশছোঁয়া, ব্যক্তিজীবন নিঃশব্দ! গ্ল্যামার দুনিয়ায় এত বছর পেরিয়েও, প্রেমহীন সৌমিতৃষা! মিঠাই রানীর জীবনে কি এখনও আসেনি বিশেষ কেউ? নাকি চুপিচুপি আছে কোনও ‘স্পেশাল ওয়ান’?

টলিপাড়ার জনপ্রিয় মুখ ‘সৌমিতৃষা কুন্ডু’কে (Soumitrisha Kundu) নিয়ে যেন কৌতূহলের শেষ নেই ভক্তদের। অভিনয় পেশায় প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও তার ব্যক্তিগত জীবন বা প্রেমিক সম্পর্কে কোনও গুঞ্জন শোনা যায়নি, এমনটাই মনে করেন অনেকেই। টিনসেল টাউনে সাধারণত মাঝেমাঝেই কোনও না কোনও সহ-অভিনেতার সঙ্গে নাম জুড়ে যায় মহিলা তারকাদের, কিন্তু সৌমিতৃষার ক্ষেত্রে সেই ছবিটা পুরো উল্টো! কাজের জগতে তিনি যতটাই আলোচনায় থেকেছেন, সম্পর্কের খাতায় ততটাই নাকি ফাঁকা আর নিঃশব্দ। এই নীরবতাই এখন তাকে নিয়ে আরও আলোচনার জন্ম দিচ্ছে।

একসময় জি বাংলার ‘মিঠাই’-এর সাফল্যের পর ছোটপর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন তিনি। পর্দায় চরিত্রের গভীরতায় জোরেই দর্শকদের মনে দাগ কাটলেও বাস্তব জীবনে তিনি বরাবরই ব্যক্তিগত বিষয় আড়াল করে রাখতে পছন্দ করেছেন। মজার বিষয় হল, ওটিটি-তে ‘কালরাত্রি’ সিরিজে শক্তিশালী অভিনয়ের পরও তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও নতুন তথ্য সামনে আসেনি। ফলে সমাজ মাধ্যম বা সংবাদমাধ্যম, কোথাও ঢুকতে পারেনি কোনও প্রেমের গন্ধ!

এরই মাঝে, বছরে শুরুতেই হঠাৎ করে তিনি কাজ থেকে দূরে সরে গেলে নানা জল্পনা তৈরি হয়েছিল। পরে জানা যায়, কিডনিতে সমস্যার জন্য দীর্ঘদিন চিকিৎসা করাতে রাজ্যের বাইরে ছিলেন তিনি। এই সময়টায় পরিবার ছাড়া কারও সঙ্গে দেখা বা যোগাযোগ ছিল না বললেই চলে। অসুস্থতা সামলে উঠতেই আবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেন ফটো, ভিডিও, বিশেষ করে রান্না ও বেকিং-এর রিলস দিয়ে সমাজ মাধ্যমে আবার সক্রিয় হয়ে উঠেছেন তিনি।

কিন্তু এতকিছুর মধ্যেও একটি প্রশ্ন রয়ে গেছে আগের মতোই, তিনি কি এখনও সিঙ্গেল? নাকি চুপি চুপি জড়িয়েছেন কোনও সম্পর্কে? এই ক্ষেত্রে অবশ্য, টলিউডে কাজ করতে করতে নতুন বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে ওঠা খুব স্বাভাবিক ঘটনা, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সৌমিতৃষার জীবনে এমন কোনও অধ্যায়ের ইঙ্গিত এখনও পর্যন্ত চোখে পড়েনি। ভক্তরাও তাই মাঝে মাঝেই বলেন, তার মতো জনপ্রিয় একজন অভিনেত্রী যদি প্রেমে পড়তেন, ভক্তদের চোখ এড়ানো কঠিন হতো।

সম্পর্ক থাকলে হয়তো ঠিক কোনও না কোনও সময়ে তার আভাস পাওয়া যেত। কিন্তু এত বছর ধরে শূন্যতার ছবিটাই যেন একই রকম রয়ে গেছে। তবে সব মিলিয়ে ভক্তদের মধ্যে এখন একটা আশা যে, যেদিন তিনি নিজের জীবনের বিশেষ মানুষটিকে সামনে আনবেন, সেদিন সেটাই হবে সবচেয়ে সেরা চমক আর ওই ব্যক্তিও নিশ্চই হবেন সেরার সেরা! মিঠাই রানীর জীবনসঙ্গী কে হবেন, বা কোন পথ ধরে তার জীবনে আসবেন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা আজও সমান উদ্দীপিত। তার কেরিয়ারের মতোই ব্যক্তিগত অধ্যায়টাও একদিন উন্মোচিত হোক আর আগামী হোক আরও ভালো, এটাই আমাদের আশা।

Piya Chanda

                 

You cannot copy content of this page