জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সব জটিলতা কাটিয়ে অবশেষে ছন্দে ফিরেছে ‘চিরদিনই তুমি যে আমার’— দিতিপ্রিয়ার জায়গায় নতুন অপর্ণা শিরিন পালকে কেমন লাগছে আপনাদের? জানেন অভিনেত্রী আরাত্রিকা মাইতির সঙ্গে তাঁর কী সম্পর্ক রয়েছে?

বেশ কিছুদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। কখনও শুটিংয়ের মাঝেই মিটিং ছেড়ে বেরিয়ে গিয়েছেন জিতু কামাল, আবার কখনও অপর্ণার চরিত্রে অভিনয় করতে অনীহা প্রকাশ করেছিলেন দিতিপ্রিয়া রায়। প্রায় দু’সপ্তাহ ধরে এই অস্থিরতা চলতে থাকে টিমের মধ্যে। ফলে গল্প কোথায় এগোবে, সেই নিয়েই তৈরি হয়েছিল বড়সড় প্রশ্নচিহ্ন।

এর মাঝেই দিতিপ্রিয়া ধারাবাহিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন মুখের খোঁজ। শোনা গিয়েছিল, মঞ্চের পরিচিত অভিনেত্রী শিরিন পাল-ই নিতে চলেছেন অপর্ণার দায়িত্ব। অবশেষে সেই জল্পনাই সত্যি প্রমাণিত হয়। সোমবার চ্যানেলের তরফে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ্যে আনা হলে দেখা যায় নতুন অপর্ণা হিসেবে হাজির হয়েছেন শিরিন।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে আর্য এবং অপর্ণার বহু প্রতীক্ষিত পুনর্মিলন। মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রিয় মানুষটিকে দেখে আবেগে জড়িয়ে ধরে আর্য। ক্যাপশনে লেখা হয়েছে— “দেখা হল আর্য-অপর্ণার।” উল্লেখযোগ্য, মাসের গোড়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন জিতু কামাল, পরে সুস্থ হয়ে সেটে ফিরতেই তৈরি হয় আরও কিছু জটিলতা। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও জিতু স্পষ্ট জানিয়েছেন— এটাই তাঁর জীবনের শেষ ধারাবাহিক, এরপর তিনি আর ছোটপর্দায় কাজ করতে চান না।

নতুন অপর্ণা শিরিন পাল ঝাড়গ্রামের মেয়ে। মঞ্চে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার প্রথমবার বড় কোনও ধারাবাহিকে মুখ দেখাতে চলেছেন তিনি। দর্শকদের একাংশ ইতিমধ্যেই তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতিকে সাধুবাদ জানিয়েছেন। ধারাবাহিকের ব্যস্ত টিমে তাঁর যোগদান যেন নতুন উদ্যম নিয়ে এসেছে।

সবশেষে উঠে এসেছে শিরিনের পুরনো একটি তথ্য— ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতির সঙ্গে তাঁর বহুদিনের পরিচয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরনো স্কুলজীবনের ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। ঝাড়গ্রামের দুই প্রতিভাবান মেয়েকে একফ্রেমে দেখে দর্শক মহলে প্রশংসার ঢেউ উঠেছে। অনেকেই বলেছেন, দুইজনই জেলার গর্ব— এবার নতুন অপর্ণা হিসেবে শিরিন কতটা মন জয় করেন, সেটাই দেখার অপেক্ষা।

Piya Chanda

                 

You cannot copy content of this page