জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“শুধুমাত্র অসুস্থতা নয়, অহংকারেই নষ্ট হয়েছে সৌমিতৃষার কেরিয়ার!” “আদৃতকে ছোট করা, নিজেকে বলিউড নায়িকা ভাবাই পতনের মূল!”— ভক্তদের সমালোচনা থেকে সহঅভিনেতার সঙ্গে দ্বন্দ্ব, জনপ্রিয়তার নেশায় পথ হারিয়েছেন নায়িকা? প্রশ্ন তুলছে নেটপাড়া

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘সৌমিতৃষা কুন্ডু’ (Soumitrisha Kundu) একসময় দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিলেন ‘মিঠাই’ (Mithai) চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকটির সুবাদে তিনি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিলেন রাতারাতি। ভক্ত-অনুরাগীর সংখ্যাও হঠাৎ করেই বেড়ে গিয়েছিল অনেকটা। অথচ এই ঝলমলে খ্যাতির মাঝেই আচমকা যেন পর্দা থেকে হারিয়ে গেলেন তিনি। নতুন কোনও ধারাবাহিক নেই, নেই সাক্ষাৎকার কিংবা প্রচারের আলোতে উপস্থিতিও। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করল, কোথায় গেলেন ‘মিঠাই’-খ্যাত এই অভিনেত্রী?

ওটিটি প্ল্যাটফর্মে ‘কালরাত্রি’ সিরিজের সাফল্যের পর ভক্তরা ভেবেছিলেন শিগগিরই বড় কোনও সুখবর নিয়ে আবার ফিরবেন তিনি। কিন্তু ঠিক তার উল্টোটাই ঘটল। বহুদিন ধরে তাকে দেখা গেল না কোনও অনুষ্ঠানে, এমনকি সমাজ মাধ্যমেও ছিলেন প্রায় অদৃশ্য। পরে জানা গেল, গুরুতর অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিতে হয়েছে সৌমিতৃষাকে। কিছুদিন আগে নিজেই সমাজ মাধ্যমে অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। যদিও ভবিষ্যতে কোন কাজে ফিরবেন বা নতুন ধারাবাহিকে নাম লেখাবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কথা বলেননি তিনি।

তবে অনেক দর্শকের মতে, শুধুমাত্র শারীরিক অসুস্থতাই তাঁর কেরিয়ারের গতি থামিয়ে দেয়নি। অভিযোগ উঠেছে, তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে কিছুটা দাম্ভিক হয়ে পড়েছিলেন। সহঅভিনেতাদের সঙ্গে দুর্ব্যবহার, নিজেকে বলিউড অভিনেত্রীদের সঙ্গে তুলনা করার প্রবণতা, এসবকেই কেউ কেউ তাঁর পতনের আসল কারণ হিসেবে দেখছেন। এমনকি তাঁর ভক্তদের একাংশকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তারা টলিউডের অন্যান্য শিল্পীদের, বিশেষ করে আদৃত রায়ের স্ত্রী কৌশাম্বীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করতেন বলে অভিযোগ।

আসলে সৌমিতৃষার সঙ্গে জড়িয়ে থাকা বিতর্কগুলো তাঁর ভক্তদের আচরণ দিয়েও অনেক সময় উসকে উঠেছে। কেউ কেউ বলছেন, ভক্তরা যতটা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, ততটাই আবার উল্টোভাবে তাঁকে সমস্যায় ফেলেছেনও। দেবের সঙ্গে ছবি করার পর তার ফ্যানবেসে অহংকার আরও বেড়ে যায় বলে মত অনেকের। তারপরেই মিঠাই ধারাবাহিকের সহ অভিনেতা আদৃত এবং কৌশাম্বীকে নানান কটাক্ষ করেছেন অভিনেত্রীর ভক্তরা।কিন্তু আজ যখন কৌশাম্বী নিয়মিত কাজ করে যাচ্ছেন, তখন সৌমিতৃষাকে আর দেখা যাচ্ছে না।

তাঁর ভক্তদের যেমন হতাশ করছে, তেমন উল্টোদিকে সৌমিতৃষার সমালোচনাও বাড়ছে দিনদিন। তবু সমালোচনার মধ্যেও একটা বড় অংশ এখনও আশা রাখছে যে তিনি আবারও আগের মতো ফিরে আসবেন। যদিও অনেকে মনে করেন, শিল্পী ও ভক্ত উভয়ের মধ্যেই যদি আরও কিছুটা বিনয় আসে, তবে পরিস্থিতি বদলাতে দেরি হবে না। জনপ্রিয়তা ধরে রাখতে যেমন প্রতিভার প্রয়োজন, তেমনি প্রয়োজন পরিণত মনোভাবেরও। সৌমিতৃষা যদি সেই কথা মনে রেখে আবারও কাজ শুরু করেন, তবে তাঁর ভক্তদের হাত ধরেই হয়তো আবারো ফিরে পাবেন হারানো আসন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Piya Chanda

                 

You cannot copy content of this page