ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যা (Sourav Ganguly) য় বরাবরই নতুন কিছু করার জন্য পরিচিত। লর্ডসে জামা খুলে ওড়ানো থেকে রিয়েলিটি শো সঞ্চালনা, সর্বত্রই ‘প্রিন্স অফ ক্যালকাটা (Prince of Calcutta) নাম রয়েছে। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা শুধু খেলার ময়দানে সীমাবদ্ধ নয়, বিনোদন জগতেও তিনি সমানভাবে আলোচিত। ‘দাদাগিরি’ (Dadagir) রিয়েলিটি শো-তে সাফল্যের পর এবার এক নতুন ভূমিকায় দেখা গেল দাদাকে।
তবে এবার তিনি আর ক্রিকেট মাঠে নয়, ধরা দিলেন একেবারে পুলিশের চরিত্রে! সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই নতুন লুক ইতিমধ্যেই আলোচনার ঝড় তুলেছে। তবে সৌরভ কি সত্যিই অভিনয় জগতে পা রাখছেন? নাকি এটি শুধুমাত্র একটি বিশেষ ক্যাম্পেইনের অংশ? এর আগেও সৌরভকে বহু বিজ্ঞাপন ও রিয়েলিটি শো-তে দেখা গেছে, তবে পুলিশের চরিত্রে তাঁকে দেখে বেশিরভাগ অনুরাগীই চমকে গিয়েছেন। এই বিশেষ লুক ও কনসেপ্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার বারুইপুরের বিনোদিনী স্টুডিওয় বেলা বারোটা নাগাদ তিনি পৌঁছান এক বিলাসবহুল গাড়ি করে গাড়ি থেকে নেমেই সোজা তার জন্য বরাদ্দ শীততাপ নিয়ন্ত্রিত মেকআপ ভ্যানে চলে যান। শোনা গিয়েছিল কোন এক বিজ্ঞাপনী ছবিতে অভিনয় করতেই তার আগমন। কিন্তু মেকআপ ভ্যান থেকে নামতেই দেখা গেল পুলিশের খাকি উর্দিতে ‘প্রিন্স অফ বেঙ্গল’কে। সযত্নে পরিপাটি দাঁড়ি গোঁফ, মাথায় পুলিশের টুপি যেন সত্যিই কোন পুলিশ অফিসার।
রুক্ষ চাহনি, চোখে দৃঢ়তা—সব মিলিয়ে এক নতুন সৌরভ। জানা গেছে, সম্প্রতি, ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর সিকুয়েল খাকি ২ সিরিজের প্রচারে অংশ নিয়েছেন সৌরভ। সেখানে তাঁকে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে। এদিন এক নতুন অবতারে ধরা দিয়েছেন দাদা। প্রোমোশনাল ভিডিওতে দেখা যাচ্ছে, সৌরভ বলছেন—”খাকি পড়লে দায়িত্বও বেড়ে যায়!” যা ভক্তদের মনে দারুণ উত্তেজনা তৈরি করেছে।
আরও পড়ুনঃ সময় পরিবর্তনে হয়েও হল না লাভ, রাই-অনির্বানের সন্তান আসতেই শেষ হবে ‘মিঠিঝোরা’?
আসন্ন প্যান ইন্ডিয়া ওয়েব সিরিজ ‘খাকি ২’ এর জন্য শুটিং করলেন এদিন দাদা। আগামী ২০ মার্চ মুক্তি পাচ্ছে “খাকি ২: দা বেঙ্গল চ্যাপ্টার”। মঙ্গলবার সন্ধ্যেতে মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। আর এই সিরিজের প্রচারের জন্যই পুলিশ সাজলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিরিজের প্রথম পর্বে দেখানো হয়েছিল বিহারের অন্ধকার জগতকে আর এইবার উঠে আসবে বাংলার অন্ধকার দিক। তেমনটাই জানা গিয়েছে নীরাজ পাণ্ডের তরফ থেকে।
আরো জানা গিয়েছে, সিরিজের প্রচারে সেটের ভেতর তৈরি হয়েছে আরেক সেট। যেখানে পুলিশ সেজে দাদা খাকি ২ এর অডিশনের জন্য এসেছেন বলে দেখানো হয়েছে। প্রসঙ্গত এই নকল দৃশ্যে প্রযোজকের ভূমিকায় দেখা যাবে ‘অয়ন সেনগুপ্ত’কে। যিনি কিছুদিন আগে কাজের অভাবে রাস্তায় খাবার বিক্রি করতেও দ্বিধাবোধ করেননি। নীরাজ পান্ডে তার ছবিতে এমন ভাবেই ফিরিয়ে আনতে চাইলে হারিয়ে যাওয়া এক প্রতিভাকে। সব মিলিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে এই সিরিজ নিয়ে।