জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“রাখি পূর্ণিমা স্পেশাল এপিসোড শুরু!”—কাঞ্চন শ্রীময়ীর ১৩ বছরের প্রেম কাহিনি নিয়ে নেটিজেনদের মিম বৃষ্টি!

টলিপাড়ার আলোচিত জুটি মানেই কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ। কেউ তাঁদের আদুরে সংসার ভালোবাসে, কেউ আবার মনে করে এঁদের জীবনটাই ২৪ ঘণ্টার রিয়েলিটি শো। এবারও তেমনই হল—শ্রীময়ীর সাম্প্রতিক পোস্ট দেখে নেটিজেনদের একাংশের চোখ কপালে। কেউ বলছেন, “এত স্মৃতিচারণ মানে নতুন কোনও নাটক আসছে নাকি?” এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানান ধরনের মন্তব্য।

শনিবার শ্রীময়ী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন। সঙ্গে দিলেন দীর্ঘ ক্যাপশন—যা পড়তে পড়তে অনেকের মনে প্রশ্ন, এটা প্রেমের গল্প নাকি ইনস্টাগ্রাম ব্লগের প্রোমোশন। লিখলেন—‘ঠিক এই দিনেই ১৩ বছর আগে প্রথমবার কাঞ্চন মল্লিকের সঙ্গে দেখা হয়েছিল।’ নেটিজেনদের কটাক্ষ—“আবারও রাখি পূর্ণিমা স্পেশাল এপিসোড শুরু!”

শ্রীময়ীর কথায়, প্রথমবার কাঞ্চনকে দেখে তিনি নাকি এক অদ্ভুত শান্তি পেয়েছিলেন। যা শুনে অনেকে লিখেছেন, “দিদি, শান্তি বলছেন নাকি ক্রাশ?” তবে শ্রীময়ীর কাছে সেই প্রথম দেখা ছিল স্বপ্নের মতো, আর নেটিজেনদের কাছে সেটা নিখুঁত মিম মেটিরিয়াল।

এরপর ধীরে ধীরে শুরু হয় বন্ধুত্ব, যা রূপ নেয় প্রেমে। তারপর বিয়ে, তারপর ছোট্ট কৃষভি। শ্রীময়ী অবশ্য স্বীকার করেছেন—পথ একেবারেই মসৃণ ছিল না। নেটিজেনরা এখানেও মন্তব্য করেন—“দিদি, রাস্তা মসৃণ হলে তো কন্টেন্ট মিলত না!”

শ্রীময়ীর পোস্টে ভক্তরা যেমন ভালোবাসা জানিয়েছেন, তেমনই একাংশ কটাক্ষও থামাননি। কেউ লিখেছেন, “দিদি, পরের পোস্টে প্রথম ঝগড়ার বার্ষিকীও জানান”, আবার কেউ বলছেন, “এত বছরের প্রেম মানে বাঙালি নেটিজেনদের জন্য এক পূর্ণাঙ্গ ওয়েব সিরিজ”। কিন্তু যাই হোক, কাঞ্চন-শ্রীময়ীর গল্প যে সবসময় টলিপাড়ার হট টপিক, সেটা প্রমাণিত।

Piya Chanda

                 

You cannot copy content of this page