বর্ষা এখন পালাই পালাই করছে, শরৎ প্রায় দোরগোড়ায়। শহরে পুজোর আমেজ ইতিমধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঢাকে কাঠি পড়তে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, আর ঠিক এখন থেকেই দিন গোনা শুরু হয়েছে মহালয়ার (Mahalaya 2025) জন্য। পুরোনো রেডিওরা হয়তো বেরিয়েছে আলমারি থেকে, অথবা কেউ অপেক্ষা করে আছেন, টিভির পর্দায় প্রিয় অভিনেত্রীকে দেবী রূপে দেখবেন বলে। এদিন রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠে চণ্ডীপাঠ যেন এক অনন্য আবহ তৈরি করে।
এই ঐতিহ্যের সঙ্গেই পাল্লা দিয়ে ভোরের আলো ফোটার পর টেলিভিশনের পর্দায় শুরু হয় মহিষাসুরমর্দিনীর বিশেষ অনুষ্ঠান, যেখানে প্রতিবছরই দর্শকদের জন্য অপেক্ষা থাকে নানা চমক। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। জি বাংলার (Zee Bangla) মহিষাসুরমর্দিনীতে এ বছর এক বিশেষ চমক হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ‘ইধিকা পাল’ (Idhika Paul)। প্রথমবারের মতো মা দুর্গার রূপে ছোটপর্দায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের প্রোমো, যা দেখে দর্শকদের উচ্ছ্বাস যেন দ্বিগুণ হয়ে উঠেছে।
‘জাগো মা জাগো দুর্গা’ শিরোনামের এই অনুষ্ঠানে ইধিকার দেবী রূপ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। উল্লেখ্য, ইধিকার অভিনয় জীবনের শুরু ছোটপর্দা থেকে হলেও, আজ তিনি দুই বাংলায়ই পরিচিত মুখ। বিশেষ করে ‘প্রিয়তমা’ ছবির মাধ্যমে তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে সীমান্ত পেরিয়ে। একের পর এক বড় বাজেটের ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এবার দেবী দুর্গার চরিত্রে তাঁর আবির্ভাব দর্শকদের কাছে যেন বাড়তি পাওনা।
অনুষ্ঠানের প্রোমোতে ইধিকার সাজ, অভিব্যক্তি ও চোখের ভাষা ইতিমধ্যেই বহু দর্শকের মন জয় করেছে। সমাজ মাধ্যমে তাঁর পোস্টে ভিড় জমিয়েছে ভক্তদের শুভকামনা ও উচ্ছ্বাস। কেউ লিখেছেন, “এবারের কনসেপ্ট দেখে মনে হচ্ছে অসাধারণ হবে, নারীর অপমান সহ্য না করার বার্তাই হবে আসল আকর্ষণ।” আবার কেউ প্রশংসা করেছেন অনুষ্ঠানের সৌন্দর্য এবং উপস্থাপনার। তবে, প্রোমোতে ইধিকা ছাড়া আর কোনও অভিনেত্রীর দেবী রূপ দেখা যায়নি।
আরও পড়ুনঃ “চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি এই শোক কাটিয়ে উঠব।”— প্রিয়জনের চলে যাওয়ায় মানসিক যন্ত্রণায় অভিনেত্রী রুক্মিণী মৈত্র! কাকে হারিয়ে শোক মোকাবিলার চেষ্টা করছেন দেবের বিশেষ বান্ধবী?
সব শেষে বলতেই হয়, মহালয়ার সঙ্গে বাঙালির যে আবেগ, ভক্তি আর ঐতিহ্য অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। সেই আবহে ইধিকা পালের দেবী রূপ নিঃসন্দেহে এ বছরের পুজোর শুরুতে বাড়তি মাত্রা যোগ করবে। জি বাংলার হাত ধরেই ইধিকার অভিনয় যাত্রা শুরু। এখন অপেক্ষা, মহালয়ার সকালেই টিভির পর্দায় দেখার কীভাবে এই প্রতিভাবান অভিনেত্রী ফুটিয়ে তুলেছেন মহিষাসুরমর্দিনীর অনন্য কাহিনি।