জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একটা ডিভোর্স, সে আর এমন কী ব্যাপার? একটা বিচ্ছেদ নিয়ে এতো মাতামাতি কীসের বলুন তো?”— ডিভোর্স নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শ্রীপর্ণা! তবে কি সত্যিই ভাঙছে শুভদীপ-শ্রীপর্ণার সংসার? জল্পনা কী সত্যি হচ্ছে?

এক সময়ের চোখে চোখে প্রেম, ভরা বিয়ের আসরে সবার সামনে আদরের প্রকাশ—সব মিলিয়ে ‘শ্রীপর্ণা রায়’ (Sreeparna Roy) এবং শুভদীপ ভট্টাচার্যের বিয়ে ছিল ঠিক যেন এক স্বপ্নের পরিণতি। সেই সময়ে পছন্দের চিকিৎসক পাত্র এবং জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রীর জুটি শুরু থেকেই ছিল সকলের নজরে। সাতপাকে বাঁধা পড়ার দিনেই শুভদীপের চোখে ছিল শুধুই শ্রীপর্ণা। কিন্তু মাত্র দু’বছরের মধ্যেই সেই স্বপ্নে পড়েছে ফাটল। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছে, এই জুটির সম্পর্ক ভাঙনের মুখে। বিবাহ বিচ্ছেদের (Divorce) পথে হাঁটছেন শ্রীপর্ণা?

এই গুঞ্জনের উত্তরে সরাসরি কিছু না বলে তিনি বলেন, “বিষয়টি ব্যক্তিগত, এই নিয়ে কোনও মন্তব্য করব না এখন।” এর কিছুদিন পরেই, সম্প্রতি ভাইরাল হচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও। সেখানে দাম্পত্য এবং বিচ্ছেদ নিয়ে আলোচনা করতে দেখা গেল তাঁকে। সেখানে শ্রীপর্ণা বলেন,”একটা ডিভোর্স, সে আর এমন কী ব্যাপার? আজকের দিনে যেখানে বিয়ের সংখ্যাকেও ছাড়িয়ে যাচ্ছে ডিভোর্সের রেট, তাহলে একটা বিচ্ছেদ নিয়ে এতো মাতামাতি কীসের বলুন তো? এই গল্পটা বিচ্ছেদের নয়!

একটা সময় আমরা পেরিয়ে এসেছি, যেই সময়ে আমাদের মধ্যে অনেকটা ধৈর্য্য ছিল এবং অপেক্ষা করার ক্ষমতা ছিল। আমরা মনে করতাম যে হাত ছেড়ে দিলেও, যন্ত্রণার কিন্তু পিছু ছাড়ে না।” এই ভিডিওটি দেখেই অনেকে শ্রীপর্ণার বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ বার্তা মনে করেছেন। কিন্তু সেটা নয়, এটা আসলে এপ্রিল মাসের একটি ভিডিও। যেখানে অভিনেত্রী মে মাসে মুক্তি পেতে চলা একটি ছবির প্রচারের উদ্দেশ্যে এমন কথা বলেছেন।

তবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে কিছুটা বদল যে এসেছে, তা বেশ স্পষ্ট। শুভদীপের সঙ্গে একটিও ছবি আর নেই তাঁর প্রোফাইলে। আগে যেখানে ছুটিছাটায় বা বিশেষ দিনে তাঁদের যুগল ছবি দেখা যেত, এখন সেইসব অতীত। এমনকি এই বছরের জামাইষষ্ঠীতেও নাকি শ্বশুরবাড়িতে দেখা মেলেনি শুভদীপের। বরং শ্রীপর্ণা নিজের পরিবারের সঙ্গে বেড়াতে চলে গিয়েছেন বলে খবর। এই সব কিছুর মাঝে তাঁদের ভক্তদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

তবে এখনও পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই সূত্রের খবর। শ্রীপর্ণার হাতে এখনও রয়ে গেছে তাঁর বিয়ের লোহা। ফলে, সম্পর্ক কি একেবারেই শেষ, নাকি শুধুই সময়ের জট—সেই উত্তর সময়ই দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, তারকাদের ব্যক্তিগত জীবন প্রায়শই হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। শ্রীপর্ণার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে সম্পর্কের ওঠাপড়া সামাল দেওয়া যে কতটা কঠিন, তা যেন এক নীরব বার্তার মতোই রেখে গেলেন শ্রীপর্ণা।

Tolly Tales

                 

You cannot copy content of this page