টলিউডে এই মুহূর্তে ব্যস্ততম অভিনেত্রী ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়’ (Subhashree Ganguly) আজ নিজের জায়গাটা কঠোর পরিশ্রমে তৈরি করেছেন। অনেকেই ভাবে, তিনি পরিচালকের স্ত্রী বলেই হয়তো সুযোগ পেয়ে যান সহজে। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই উল্টো। নিজের প্রতিভা আর অধ্যবসায়ের জোরে শুভশ্রী এখন ইন্ডাস্ট্রির ‘লেডি সুপারস্টার’। সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’, সেই নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। এমনকি, জন্মদিনটিতেও কাজের ফাঁকে একান্তে পরিবারের সঙ্গে ছোট্ট করে উদযাপন করেছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, প্রযোজক-পরিচালকের কাছের মানুষ হলে কাজ পাওয়া কি সহজ হয় না? বিশেষত, তাঁর স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) টলিউডের প্রথম সারির পরিচালক ও প্রযোজক— তবু অভিনেত্রীর কাজের সংখ্যা রাজের প্রজেক্টে এত কম কেন? উত্তরে শুভশ্রীর ঠোঁটের কোণে ফুটে উঠেছে সেই পরিচিত হাসি। তিনি বলেন, “তাই! ভাল লাগল এটা শুনে। আসলে সব সময় এর উল্টোটাই শুনি!”
তিনি নাকি এই প্রশ্ন বহুবার শুনেছেন, তবু প্রতিবারই নিজের মতামত রাখেন পরিপক্বভাবে। শুভশ্রীর মতে, তাঁদের সম্পর্কে কোনও কৌশল বা পরিকল্পনা নেই। দু’জনেই চান একে অপরের আলাদা জায়গা থাকুক। রাজ তাঁর কাজে ব্যস্ত, শুভশ্রীও নিজের কাজ নিয়েই মগ্ন। তাঁরা নিজেদের সাফল্যের আলো ভাগ করে নেন, কিন্তু কখনও সেই আলোয় অন্যজনকে ঢেকে দেন না। অভিনেত্রী বলেন, “আমরা দু’জনেই পরস্পরকে নিজেদের প্রাপ্য জায়গা দিতে পছন্দ করি।
কিভাবে সেটা দেওয়া যায়, নিজেদের মধ্যে আলোচনাও করি।” আর এই সম্মানের ভারসাম্যই তাঁদের সম্পর্কের মূল ভিত্তি। অভিনেত্রী আরও জানান, অনেক সময় তিনিই রাজকে বলেন, একটা ভালো প্রেমের ছবিতে অভিনয় করতে চান। কিন্তু রাজ বলেন, “পরে হবে, এখন সময় নেই।” তাঁদের এই কথোপকথনেও স্পষ্ট— সম্পর্ক যতই দীর্ঘ হোক, সম্মান আর বোঝাপড়ার জায়গা থেকেই তারা একে অপরকে দেখে। ‘সন্তান’ ছবির উদাহরণ টেনে শুভশ্রী বলেন, সেখানে তিনি বড় চরিত্রে ছিলেন না।
আরও পড়ুনঃ “নেগেটিভ চরিত্রে আমি ক্রমশই নিজেকেই হারাচ্ছিলাম! টাইপকাস্ট হয়ে গেছিলাম!” অনেক ভেবেই অনুরাগে ফিরেছেন অকপটে স্বীকারোক্তি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের!
এমনকি রাজও ভেবেছিলেন, তাঁকে কাজটি দেবেন না। শেষ পর্যন্ত প্রযোজক শ্রীকান্ত মোহতার অনুরোধেই তিনি রাজি হন। এই খোলামেলা মনোভাবই শুভশ্রীকে অন্যদের থেকে আলাদা করে দেয়। অনেকেই ভাবে পরিচালকের স্ত্রী মানেই সুবিধে পাওয়া, কিন্তু শুভশ্রী নিজের অবস্থান দিয়ে প্রমাণ করেছেন, প্রতিটি সুযোগ তাঁর প্রাপ্যতার ফল। আজ তিনি একজন সফল অভিনেত্রী, এক নিবেদিত মা, আর দৃঢ়চেতা নারী— যিনি নিজের জীবনটাকে সাজিয়েছেন নিজের মতো করে, আলো আর পরিশ্রমের নিখুঁত ভারসাম্যে।
