জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“নেগেটিভ চরিত্রে আমি ক্রমশই নিজেকেই হারাচ্ছিলাম! টাইপকাস্ট হয়ে গেছিলাম!” অনেক ভেবেই অনুরাগে ফিরেছেন অকপটে স্বীকারোক্তি অভিনেতা ধ্রুবজ্যোতি সরকারের!

বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরা আমাদের চোখে একেকটা চরিত্রের রূপে বেঁচে থাকেন। তাঁরা পর্দায় যেভাবে নিজেদের উপস্থাপন করেন—নেগেটিভ বা পজিটিভ—আমরা অনেক সময় সেই চরিত্রের মধ্যেই তাঁদের দেখতে শুরু করি। বাস্তব জীবনের মানুষটি যে পর্দার চরিত্রের থেকে সম্পূর্ণ আলাদা, তা ভুলে যায় দর্শকরা।

টলিউডের পরিচিত মুখ ধ্রুবজ্যোতি সরকারও সেই ধারারই একজন। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে আমরা দেখেছি নেগেটিভ চরিত্রে, তবুও তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মন কেড়েছে। বর্তমানে তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া-তে অভিনয় করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল মিঠাই, নেতাজি ও করুণাময়ী রাণী রাসমণি-র মতো সিরিয়ালে, যেখানে তাঁর পরিপক্ব অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধ্রুবজ্যোতি জানান, টানা বেশ কয়েকটি নেগেটিভ চরিত্রে কাজ করার পর তিনি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই সচেতনভাবেই তিনি পজিটিভ কোনো চরিত্রে কাজ করার অপেক্ষায় ছিলেন। তাঁর কথায়, “নেগেটিভ চরিত্রে অভিনয় করতে করতে কখনও কখনও সেই ইমোশনটা নিজের মধ্যে ঢুকে পড়ে, যা ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।”

অভিনেতা আরও বলেন, “আমি সবসময় চেয়েছি দর্শক আমাকে একজন ইতিবাচক চরিত্রে দেখুক, যেখানে ভালোবাসা, দায়িত্ববোধ আর ইতিবাচকতা ফুটে উঠবে।” তাঁর সেই ইচ্ছেই পূরণ হয়েছে অনুরাগের ছোঁয়া-র মাধ্যমে, যেখানে তিনি এক পজিটিভ এবং ভারসাম্যপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

ধ্রুবজ্যোতি সরকারের এই নতুন যাত্রা দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা জাগিয়েছে। নেগেটিভ চরিত্রের ছায়া পেরিয়ে এবার তিনি যে ইতিবাচক ভাবনায় নিজের অভিনয় জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা স্পষ্ট তাঁর কথায় এবং পর্দার উপস্থিতিতেও। দর্শকরাও অপেক্ষায়—এই নতুন চরিত্রে অভিনেতা কীভাবে তাঁদের মন জয় করেন, সেটাই এখন দেখার।

Piya Chanda

                 

You cannot copy content of this page