জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

পরিচিত জনের কাছে প্রতা’রণার ফাঁদে সুদীপা চ্যাটার্জি! হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক, হা’রালেন লক্ষাধিক টাকা! সাবধান হন আপনিও

আজকের ডিজিটাল জীবনে টাকা ও পরিচয় ঘিরে যে জালিয়াতি প্রতিনিয়ত হয়ে যাচ্ছে তা সাধারণ মানুষের কাছে প্রত্যেক দিনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফোন থেকে আমরা সহজেই বর্তমানে টাকা আদান-প্রদান করে থাকি—কিন্তু সেই হুট করে পাঠানো টাকা আর শেয়ার করা ব্যক্তিগত কোডই অনেক সময় বড় সমস্যা তৈরি করে। এমন পরিস্থিতি থেকে বাঁচার পথে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে একটু ধৈর্য, যাচাই এবং সাধারণ সচেতনতা।

সমাজে এমন অনেক ঘটনা দেখা যায় যেখানে পরিচিত কিংবা জনপ্রিয় ব্যক্তির নাম ব্যবহার করে প্রতারকরা টাকা দাবি করে। তারা ভেবেচিন্তে বিশ্বাস জাগানোর জন্য পরিচিত ব্যক্তির মেসেজের অনুরূপ লেখা পাঠায়, বা এমনকি ওটিপি/ভেরিফিকেশন কোড চেয়ে দ্রুত টাকা আদায়ের চেষ্টা করে। ফলে যাঁরা ভাবেন বিশিষ্ট ব্যক্তির নাম শুনে নিশ্চয়ই সত্যি—তাঁরাই ঝুঁকিতে পড়েন।

বর্তমানে সুদীপা চ্যাটার্জি সম্প্রতি এক অনুরূপ ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন খুব চেনা একটি মানুষেরই নাম করে তার কাছে ভেরিফিকেশন কোড জানতে যাওয়া হয় এবং সেই ভেরিফিকেশন কোড শেয়ার করতেই হঠাৎ করেই তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম বন্ধ হয়ে যায় তারপর তিনি পরবর্তী সময় অ্যাকাউন্ট লগইন করার পর জানতে পারেন তার পরিচিত বহু মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে।

তার পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো মেসেজে লেখা ছিল—“আমি সুদীপা, আমার জরুরি সাহায্যের প্রয়োজন, দয়া করে আমাকে এখনই টাকা পাঠাও।” এই মেসেজটা শেয়ার করার পর অনেকেই তাকে টাকা শেয়ার করেছেন এবং পরবর্তী সময় সুদীপা কিছু বোঝার আগেই ক্ষতি হয়ে গিয়েছিল। এইভাবে প্রায় দেড় লক্ষ টাকার জ্বালিয়াতি হয়েছে। তারপর তিনি আইনি ব্যবস্থার দারস্ত হন। এবং বর্তমান সময় তাকে এসে ব্যক্তিগত সমাজ মাধ্যমটি ডিলিট করতে হয়েছে।

তার কথা অনুযায়ী কোনোভাবেই ওটিপি, ভেরিফিকেশন কোড বা সিকিউরিটি পিন কাউকে দেবেন না। সন্দেহ হলে সরাসরি ফোন করে যাচাই করুন, প্রয়োজনে প্ল্যাটফর্ম যেমন ওহাটসঅ্যাপ বা সিম প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন। কেউ টাকা চাইলে আগে ফোন করে খুঁজে দেখুন সেটা প্রকৃত পরিচিতি নাকি নকল বার্তা। অভিযোগ পেলে কাছাকাছি সাইবার সেলে জানানোই উচিত।

Piya Chanda

                 

You cannot copy content of this page