বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সূচনা হয়ে গেছে। মহালয়ার দিন থেকেই আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয় তবে তার আগে থেকেই মানুষের মনে পূজোর আমেজ শুরু হয়ে যায়। পঞ্চমী বা ষষ্ঠীতে দেবীর বোধন হলেও সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে। একমাস আগে থেকে পুজোর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাই এবার বাঙালিদের পোয়া বারো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইতিমধ্যেই শহরের বেশ কিছু বিখ্যাত পুজোর উদ্বোধন হয়ে গেছে। বেশিরভাগ মণ্ডপে মুখ্যমন্ত্রী উপস্থিত থেকে উদ্বোধন করেছেন নিজের হাতে। দর্শনার্থীদের ভিড় এবার উপচে পড়ার মতো।
উত্তর থেকে দক্ষিনে ঘুরে ঘুরে বেশ কিছু জনপ্রিয় পুজো মন্ডপের উদ্বোধন করে দিয়েছেন মমতা। দেবী প্রতিমার চক্ষুদানও করেছেন তিনি। রাজনীতির পাশাপাশি সাংস্কৃতিক বিষয়েও যে তাঁর অগাধ জ্ঞান রয়েছে তা মাঝে মাঝে প্রতিফলিত হয়। তার পাশাপাশি হাতের তুলি চলে দুর্দান্ত গতিতে।
এবার সেই তুলি দিয়ে ভরিয়ে তুললেন ক্যানভাস। বালিগঞ্জ ২১ পল্লীতে দুর্গাপুজোর উদ্বোধন করার পর ফিরে যাওয়ার সময় একটি খালি ক্যানভাস চোখে পড়ে মুখ্যমন্ত্রীর। বিন্দুমাত্র সময় নষ্ট না করে রং তুলি নিয়ে লেগে পড়েন নিজের মত তা ফুটিয়ে তুলতে। একটি সবুজ ফুলদানিতে লাল রঙের কিছু ফুল একে ফেলেন দুর্দান্ত গতিতে।
View this post on Instagram
একটি ছবি শেয়ার করেছেন রান্নাঘরের রানী সুদীপা চ্যাটার্জী। তাতে মমতা রং তুলি দিয়ে ক্যানভাস ভরছেন আর পাশে দাঁড়িয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাবুলের পাশ দিয়ে উঁকি দিচ্ছেন সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী। ছবিটি শেয়ার করে সুদীপা লিখেছেন তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছেন না এত সুন্দর ছবি এঁকে দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী নিজের হাতের জাদুকাঠি দিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ম্যাজিক সৃষ্টি করেছেন। তবে এখন অব্দি তাতে কোন কমেন্ট আসেনি কারণ কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন সুদীপা। আসলে ডেলিভারি বয়দের নিয়ে যে পোস্ট করেছিলেন তারপর থেকে যেভাবে প্রতিমুহূর্তে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে, তাতে আবার নতুন করে যাতে বিতর্ক সৃষ্টি না হয় সে কারণেই মনে হয় এই কাজ করেছেন তিনি।
View this post on Instagram