জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

লেখিকা হিসেবে নিজের কাজ নিয়ে সন্তুষ্ট নন সুদীপা!‘চারুলতা ২০১১ বানিয়ে আফসোস!’ নিজের কাজ নিয়ে অসন্তুষ্টির কারণ কী? জানালেন একদা রান্না ঘরের কর্ত্রী

একসময় রান্নাঘর অনুষ্ঠান মানেই ছিল সুদীপা চট্টোপাধ্যায়। প্রায় পাঁচশোরও বেশি এপিসোডে সঞ্চালনা করেছেন তিনি। শুধু সঞ্চালিকা নন, লেখিকা হিসেবেও তিনি সমান জনপ্রিয়। তবু আজও নিজের কোনও কাজ নিয়ে সন্তুষ্ট নন অভিনেত্রী। সম্প্রতি The Room of Tales পডকাস্টে নিজের অনুভূতির কথা খোলামেলা ভাবে জানালেন সুদীপা।

তিনি বলেন, “আমি কখনও নিজের কাজ নিয়ে খুশি নই। আমার লেখা চারুলতা ২০১১ সিনেমাটা সবাই খুব প্রশংসা করেছিল, কিন্তু আমি হলে গিয়ে দেখে ভেবেছিলাম — এটা আমি কী লিখলাম!” তাঁর কথায়, কাজ যতই ভালো হোক, নিজের ভেতরে যেন সবসময় একটা অসম্পূর্ণতার অনুভূতি থেকে যায়।

তবে এখনকার কাজ নিয়ে সুদীপা কিছুটা স্বস্তিতে আছেন। তিনি জানান, “এখন আমাকে ভাবতে হয় না, গ্রামবাংলার দর্শক পছন্দ করবেন কিনা বা টিআরপি কত আসবে। বিজ্ঞাপনের চাপ বা প্রোডাকশনের শর্ত মাথায় রাখতে হয় না, তাই কাজের মধ্যে আবার আনন্দ পাচ্ছি।”

রান্নাঘর নিয়ে সুদীপা বলেন, “আমি প্রায় হাজারের বেশি রেসিপি দিয়েছি। আর নতুন কিছু দেওয়ার ছিল না। তাই আমিও চেয়েছিলাম সরে যেতে। ১৭ বছর পর যখন সবকিছু প্ল্যানিং আর ডেটা বিশ্লেষণের মধ্যে চলে গেল, তখন কাজের সেই প্রাণটা হারিয়ে ফেলেছিলাম।”

ট্রোলিং নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমি বাঘের সঙ্গে ছবি দিলে সমালোচনা হয়, আবার পথকুকুরদের খেতে দিলেও কথা শুনতে হয়। কেউ না কেউ সবসময় কিছু না কিছু বলবেই। তাই এখন এসব নিয়ে আর মাথা ঘামাই না।”

Piya Chanda