জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ানের সাহসিকতায় সামনে এলো আসল অপরাধী, জ’ঙ্গি ছদ্মবেশে থিয়েটার দল! ফাঁস শিরীনের মায়ের চক্রান্ত, পরিবারের মান রাখতে স্ত্রী-কন্যাকে গ্রেফ’তারির নির্দেশ শিরীনের বাবার! ‘পরিণীতা’য় আজকের টানটান পর্ব!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, পারুলদের পুলিশ ভ্যান হাইজ্যাক করে নেয় রায়ান। কিছুদূর গিয়ে গাড়ি থেমে যেতেই পারুলের মনে হয় তার আগের রাতের এনকা’উন্টারের স্বপ্ন বোধয় সত্যি হতে চলেছে! এরপর ভ্যানের দরজা খুলতেই বাকি দুইজন পুলিশকে গোপাল আর রায়ান অজ্ঞান করে দেয়।

পারুল ছাড়া বাকি চারজনকে খুব মার মারে রায়ান আর গোপাল। পারুল কিছুতেই বুঝতে পারে না, এর করা! তারপর রায়ানরা ছদ্মবেশ ছেড়ে নিজেদের আসল পরিচয় আসে। একটা বন্দুক তুলে নিয়ে সে ওই চারজন জঙ্গিকে জিজ্ঞেস করতে থাকে, কে পাঠিয়েছে তাদের পারুলকে ফাঁসাতে। কিন্তু কেউ মুখ খুলতে চায় না। পারুল অনেকবার রায়ানকে আটকানোর চেষ্টা করে যেন আইন হাতে না তুলে নেয়।

রায়ান কারোর কথা শুনতে নারাজ। সে বলে হয় এরা সত্যিটা বলবে, না হলে গু’লি মেরে শেষ করে দেবে রায়ান! এর মধ্যেই পুলিশ চলে আসে আর তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে। রায়ানকে পুলিশ সতর্ক করে দেয় যে, বন্দুকটা ফেলে দিয়ে পিছিয়ে যেতে, না হলে পারুল আরও বিপদে পড়তে পারে। রায়ান জানায় প্রমাণ ছাড়া পারুলের বাঁচা এমনিতেও সম্ভব না। আইনের হাত বাধা থাকলেও, রায়ান প্রমাণটা যোগাড় করেই ছাড়বে।

এরপর অন্যমনস্ক হয়ে রায়ান সত্যি সত্যিই একজনের পায়ে গু’লি মে’রে দেয়। ভয় পেয়ে সেই দলের দু’জন সব সত্যিটা বলে ফেলে। জানা যায়, ওই দলের দু,জন কলকাতার এক থিয়েটার দলের শিল্পী। যাদের প্রচুর টাকা দিয়ে ভাড়া করেছিল শিরীনের মা। দক্ষিণ ভারত থেকে দু’জন জঙ্গিকে এনে তাদের সঙ্গে জুড়ে দিয়েছিল ওই দু’জনকে। সব সত্যিটা জানার পর পুলিশ অবাক হয়ে যায়।

এরপর দেখা যায়, শিরীনের বাড়িতে পুলিশ সহ রায়ান আর পারুল উপস্থিত হয়েছে। সেখানে গিয়েই পুলিশ জানায় যে, শিঞ্জিনী রায় দেশদ্রো’হীতার অপরাধের পারুল চক্রবর্তীকে ফাঁসাতে চেয়েছিল। কিছুই বুঝতে পারে না শিরীনের বাবা, তারপর পারুল সবটা খুলে বলতেই উনি রেগে যান। পুলিশকে নির্দেশ দেন, স্ত্রী এবং মেয়েকে গ্রেফ’তার করে নিয়ে যেতে। শিরীন বাবার পা ধরে ক্ষমা চাইলেও, তিনি মুখ ফিরিয়ে নেন। এদিকে শিঞ্জিনী প্রতিজ্ঞা করে জেল থেকে বেরিয়েই পারুলকে শেষ করে দেবে!

Piya Chanda