জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নিশার পরিকল্পনা ব্যর্থ! বিয়ের মণ্ডপে কাঁদছে উজি, ‘নকল বিয়ে’ই হয়ে গেল জীবনের আসল বাঁধন! শহর জুড়ে নিশার তাণ্ডব, তাড়া করছে পুলিশ! নিশা ধরা পড়ে গেলে কী হবে দুই বোনের ভাগ্য? ‘জোয়ার ভাঁটা’য় উত্তেজনার পারদ চরমে!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’র (Jowar Bhanta) আজকের পর্বের শুরুতেই দেখা যায়, জ্যোতিকে পিঁড়িতে বসিয়ে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে আর সে আতঙ্কে শেষ হয়ে যাচ্ছে। উজি ওরফে জ্যোতি ভাবছে যদি দিদি নিশা ঠিক সময় মতো না আসে, তাহলে ঋষির সঙ্গে বিয়ে হয়ে যাবে তার।

ওদিকে নিশা ঋষির দিদি ঈশিকার দোকানের যা যা গয়না সব লুট করে নেয় বন্দু’কের ভয় দেখিয়ে। নিশা ছদ্মবেশে থাকলেও ঋষির দিদি কিছুটা চিনতে পারে তার গলার আওয়াজ শুনে। সব গয়না সে নিজেদের লোকেদের দিয়ে ঈশিকার দোকানের গাড়িতেই রাখায় এবং ভান করে যেন গয়নাগুলো ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে দেবে তারা।

Zee Bangla Serial Jowar Bhanta Today Episode 07 Nov

কিছুজনকে নিশা দোকানের সব কর্মীদের উপর নজর রাখতে বলে, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তাঁকে গাড়ি চালাতে দেখে একজন নিরাপত্তারক্ষীর সন্দেহ হয় কিন্তু নিশা জানায় ঈশিকা তাকে বলেছে। এরইমধ্যে পুলিশ এসে যায় ঘটনাস্থলে। যে লোকেদের নিশা ঈশিকাদের উপর নজর রাখতে বলেছিল, সুযোগ পেয়ে কর্মীরা তাদের কাবু করে ফেলে।

পুলিশ এসে দেখে দোকানের সিসিটিভি চলছে না। সন্দেহ হওয়ায় ড্রাইভার মনে নিশার পরিচয় পত্র দেখতে চায় পুলিশ। ততক্ষণে দোকানের ভেতর থেকে ঈশিকার চিৎকারের আওয়াজ শুনে পুলিশ তাকে উদ্ধার করতে যায় আর নিশা গয়না ভর্তি গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশও পিছু নেয় তার। ফোন করে শঙ্খকে সবটা জানায় ঈশিকা।

ওদিকে এক এক করে উজির বিয়ের সব নিয়েও হয়ে যাচ্ছে। শুভদৃষ্টি থেকে শুরু করে মালা বদল, ভানু বা উজি কেউই আটকাতে পারছে না। একটা সময় উজি ভাবতে থাকে, দিদি হয়তো তাকে ঠকিয়েছে। ঋষির সঙ্গে আজীবনের মতো ফাঁসিয়ে দিয়ে নিজের গয়না চুরি করে পালিয়েছে। এদিকে ভানুকে এসে নিশার কিছু লোক খবর দেয়, যে নিশা হয়তো পুলিশের হাতে ধরা পড়ে যাবে!

Piya Chanda