জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“হয়তো আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি…” — ১৪ বছর ধরে অভিনয় করেও বড়পর্দায় সুযোগ না পাওয়ার হতাশা সুমনের গলায়!

টেলিভিশনের পরিচিত মুখ হলেও বড়পর্দায় নিজেকে স্থাপন করতে পারেননি সুমন। দীর্ঘ ১৪ বছরের অভিনয় জীবনে দর্শকের মন জয় করলেও আজও স্বপ্নপূরণ হয়নি তাঁর। কেন? অভিনেতার নিজের গলাতেই মিলল উত্তর।

বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত নাম সুমন দে। ২০১১ সাল থেকে ধারাবাহিকে অভিনয় করছেন নিয়মিত। বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে, নানা স্বাদের গল্পে কাজ করেই তিনি ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। সম্প্রতি তিনি অভিনয় করছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে ‘অনির্বাণ’ চরিত্রে, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং, অল্প কিছুদিনের মধ্যেই শেষ পর্ব সম্প্রচারিত হবে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে সুমনের গলায় শোনা গেল হতাশার সুর। তিনি বলেন, “হয়ত আমি এখনও যোগ্য হয়ে উঠতে পারিনি…।” যদিও অভিনয়ের দক্ষতায় কোনও খামতি নেই তাঁর। কিন্তু এখনও পর্যন্ত বড়পর্দা বা ওয়েব সিরিজে উল্লেখযোগ্য কোনও কাজের সুযোগ মেলেনি। সুমনের কথায়, একবার একটি সিরিজের অফার এসেছিলও বটে, তবে ধারাবাহিকের ব্যস্ততার কারণে সেই কাজটি হাতছাড়া হয়ে যায়।

সুমন দে-র অভিনয় জীবন শুরু হলেও ছোটপর্দা দিয়ে, মাঝে একবার বড়পর্দাতেও পা রেখেছিলেন তিনি। ‘শুধু যাওয়া আসা’ ছবিতে তিনি কাজ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকের মতো তারকাদের সঙ্গে। অথচ সেই ছবিটি বক্স অফিসে কোনও চমক দিতে পারেনি। যার জেরে আর কখনও বড়পর্দায় দেখা যায়নি তাঁকে।

বর্তমানে ধারাবাহিকের কাজ শেষ হওয়ার পরেও সুমন একেবারে থেমে যেতে চান না। বরং তিনি অপেক্ষা করছেন এমন এক চরিত্রের, যা তাঁর অভিনয় দক্ষতাকে বড়পর্দায় তুলে ধরতে পারবে। অভিনেতার মতে, “ভালো চরিত্র পেলে নিশ্চয়ই করব। কিন্তু এখনই শুধুমাত্র পর্দায় থাকার জন্য কোনও কিছু করতে চাই না।” টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় ধরে কাজ করা বহু শিল্পী আছেন, যাঁরা বড়পর্দায় পা রাখার স্বপ্ন দেখলেও, বাস্তব বড়ই কঠিন। সুমন দে তারই একটি পরিচিত মুখ। তাঁর গলায় আক্ষেপ থাকলেও, আশা এখনও রয়েছে। সময়ই বলবে, ছোটপর্দা থেকে বেরিয়ে কবে তিনি স্বপ্নের রূপালি পর্দায় স্থায়ী ছাপ রাখতে পারবেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page