জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘এই বয়সে এসে মাকে অপমানিত হতে হচ্ছে…’ বিচ্ছেদের নেপথ্যে মায়ের দোষ! তীব্র প্রতিক্রিয়া অভিনেত্রী সুস্মিতার

সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়, বদলে যায় সমীকরণও। একসময় যারা একসঙ্গে পথ চলেছেন, আজ তারা আলাদা। সম্পর্ক ভাঙার পরে শুরু হয় নানা জল্পনা, গুঞ্জন, কটাক্ষ—এই চেনা চিত্রটাই যেন ফিরে এল সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর বিচ্ছেদ ঘিরে। এই মাসেই তাঁদের আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রে উঠে আসেন তাঁরা। কিন্তু এবার আর চুপ করে থাকলেন না অভিনেত্রী সুস্মিতা। এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের মনের কথা—আর সেই কথায় উঠে এল এক মা’র প্রতি সামাজিক কটাক্ষের নির্মমতা।

সুস্মিতার অভিযোগ, বিচ্ছেদের পরে তাঁকে যত না শুনতে হয়েছে, তার চেয়ে বেশি অপমানিত হতে হয়েছে তাঁর মা’কে। নেটদুনিয়ায় একাংশ দাবি করতে শুরু করে, এই বিচ্ছেদের নেপথ্যে নাকি অভিনেত্রীর মা-ই দায়ী। শুধুমাত্র ‘মেয়ের মা’ হওয়াটাই যেন অনেকের চোখে অপরাধ হয়ে দাঁড়ায়! এমনকি তাঁর মায়ের গায়ের রং নিয়েও শুরু হয় কুরুচিকর মন্তব্য। এই পরিস্থিতিতে চুপ করে থাকেননি সুস্মিতা।

‘আমরা পরিষ্কার করে জানিয়েছিলাম, এটা আমাদের দু’জনের সমবেত সিদ্ধান্ত,’—একান্ত সাক্ষাৎকারে বলেন সুস্মিতা। তিনি আরও জানান, সংসার জীবনের খুঁটিনাটি নিয়ে যে সকলেই জানবেন, তা তো নয়। সব কিছু তো আর ব্লগে তুলে ধরা হয় না। কিন্তু তবুও নানা কাটাছেঁড়ার মুখে পড়তে হচ্ছে তাঁদের। বিশেষ করে তাঁর মাকে। সুস্মিতার কথায়, “মা খুব কষ্ট পান। এই বয়সে এসে মাকে সোশ্যাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে। শুধুমাত্র গায়ের রং কালো বলে তাঁকে নিয়ে এমন কথা বলা হচ্ছে!”

সমালোচনার মুখে দাঁড়িয়েও শান্ত থাকাই তাঁর পছন্দ, এমনটাই জানান সুস্মিতা। তিনি বলেন, “হাজার আমাকে কুঠার আঘাত করুক, আমি ভাঙব না। ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কাউকে উত্তর দেব না। আমি কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাস করি না।” ভালো-মন্দ প্রতিটি মানুষের মধ্যেই থাকে, তাই একপক্ষের ভুলকে আঙুল তুলে দেখালেই সমাধান হয় না বলেও মত অভিনেত্রীর।

সবশেষে সুস্মিতা স্পষ্ট করে জানিয়ে দেন, এই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত কোনও একপক্ষের নয়। এটা দু’জনের মিলিত সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগত জীবন যাপনের অধিকার তাঁরা চেয়েছেন নিজের মতো করেই পালন করতে। কিন্তু সমাজ যখন এই অধিকারকেও চুলচেরা বিশ্লেষণে টেনে আনে, তখন তা কেবল দু’জনকে নয়, তাঁদের পরিবারকেও আঘাত করে। আর সেই কারণেই এবার মুখ খুলতে বাধ্য হলেন সুস্মিতা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
Piya Chanda