জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলার পর্দায় মাতৃত্বের দুই রূপ! ধারাবাহিকে নায়ক-নায়িকার চেয়ে বেশি নজর কাড়ছেন ‘মা’ অঞ্জনা ও অনিন্দিতা! ইন্দ্রানী না রাজলক্ষ্মী, কোন মা আপনাকে বেশি টানে?

জি বাংলার পর্দায় একাধিক নতুন ধারাবাহিক (Zee Bangla Serial) শুরুর পর থেকেই নজর কেড়েছেন কিছু অভিজ্ঞ মুখ, যাঁদের অভিনয় দক্ষতা ও পর্দায় উপস্থিতি সত্যিই অতুলনীয়। দর্শকরা বরাবর নায়ক-নায়িকার প্রেমের মোহে থাকলেও, ধারাবাহিকের আসল মেরুদণ্ড হয়ে উঠেছেন কিছু গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র। এই মুহূর্তে দুই শক্তিশালী নারী চরিত্রে দুই খ্যাতনামা অভিনেত্রী (Famous Actress) যেভাবে নিজেদের মেলে ধরছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

বর্তমানে ‘কুসুম’ (Kusum) ধারাবাহিকে ‘অঞ্জনা বসু’ (Anjana Basu) অভিনয় করছেন গৃহকর্তী ইন্দ্রানী গাঙ্গুলির ভূমিকায়। একাধারে তিনি কঠোর, নীতিবান, আবার অন্যদিকে নিজের পরিবারের প্রতি দায়বদ্ধ ও আবেগপ্রবণ। তাঁর চরিত্রের দৃঢ়তা এবং চোখে চোখ রেখে সত্য বলা দর্শকদের মুগ্ধ করছে। অঞ্জনার অভিব্যক্তি এবং সংলাপের ভার বহন করার কৌশল যেন প্রতিটি দৃশ্যকে করে তুলছে আরও গভীর ও অর্থবহ।

এমন চরিত্রে তাঁকে বহুবার দেখা গেলেও, প্রতিবার তিনি নিজেকে ছাপিয়ে যান। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে ‘অনিন্দিতা কপিলেশ্বরী’ (Anindita Kapileshwari) রয়েছেন একদম অন্যরকম চরিত্রে। তিনি অভিনয় করছেন আর্য সিংহ রায়ের শাশুড়ি, রাজলক্ষ্মীর ভূমিকায়। অতীতে খলনায়িকা বা পার্শ্বচরিত্রে দেখা গেলেও এই চরিত্রে তাঁর অভিনয় একেবারেই নতুন স্বাদের।

সংযত ব্যবহার, কঠিন দৃষ্টিভঙ্গি ও অভিজাত আচরণে রাজলক্ষ্মী যেন ধারাবাহিকের ব্যতিক্রমী পরিচয়। অনিন্দিতা যে এই চরিত্রে নিজের অভিনয় দক্ষতার পূর্ণতা দিয়েছেন, তা স্পষ্ট দর্শকের প্রতিক্রিয়া থেকেই। এই দুই চরিত্রের মিল রয়েছে শক্তিমত্তায়, কিন্তু তাদের প্রকাশভঙ্গি ভিন্ন। একজন দৃঢ় আর সোজাসাপটা, অন্যজন সংযত এবং অভিজাত অথচ একই রকম প্রভাবশালী। এই বৈপরীত্যই ধারাবাহিক দুটি উৎসাহ জাগিয়ে তুলছে দর্শকের মনে।

আরও পড়ুনঃ অভিনয়ে ফিরছেন ছোটপর্দার চেনা মুখ! বহু প্রতীক্ষার পর আবার পর্দায় অরিত্র দত্ত বণিক!

ফলে অনেকেই বলছেন, এই দুই চরিত্রের উপস্থিতি না থাকলে হয়তো ধারাবাহিকগুলো এতটা প্রাণবন্ত হতো না। নতুন প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে অভিজ্ঞ এই দুই অভিনেত্রীর অভিনয় ছোটপর্দাকে যেন আরও সমৃদ্ধ করছে। অঞ্জনা ও অনিন্দিতা দেখিয়ে দিচ্ছেন—শুধু নায়ক-নায়িকাই নয়, অভিজ্ঞতার ছোঁয়াও ধারাবাহিকের গ্রহণযোগ্যতায় বিরাট প্রভাব ফেলে। আপনার মতে, এই দুই চরিত্রের মধ্যে কার অভিনয় বেশি আপনাকে টানে? কমেন্টে জানান আপনাদের মতামত!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।