জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অভিনয়ে ফিরছেন ছোটপর্দার চেনা মুখ! বহু প্রতীক্ষার পর আবার পর্দায় অরিত্র দত্ত বণিক!

এক সময় যে ছোট্ট ছেলেটি পর্দায় দর্শকের মন জয় করেছিল নিজের সহজ-সরল অভিব্যক্তি আর প্রাণবন্ত অভিনয়ে, এখন সে অনেকটাই বড় হয়ে গিয়েছে। নাম অরিত্র দত্ত বণিক। শিশুশিল্পী হিসাবে যাত্রা শুরু, ‘ডান্স বাংলা ডান্স’-এর সঞ্চালনা থেকে শুরু করে একাধিক বাংলা ছবিতে দেখা গেছে তাঁকে। এরপর ধীরে ধীরে ক্যামেরার সামনের জগৎ থেকে কিছুটা সরে গিয়েছিলেন তিনি। তবে সমাজমাধ্যমে নিজের উপস্থিতি বজায় রেখেছিলেন নিয়মিত। তাই তাঁর ফ্যানদের একটাই প্রশ্ন ছিল, ‘আবার কবে পর্দায় ফিরছেন অরিত্র?’

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। বহু বছর পর আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছেন অরিত্র। তাঁর এই প্রত্যাবর্তন হতে চলেছে একেবারে নতুন চমক নিয়ে। এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। শুধু নস্টালজিয়া নয়, এই চরিত্রের মধ্যে থাকবে অভিনয়ের গভীরতা, থাকবে এক নতুন অরিত্রকে চেনার সুযোগ।

এইবার হইচই প্ল্যাটফর্মে আসছে একটি নতুন সিরিজ — ‘অনুসন্ধান’। এই সিরিজটি পরিচালনা করছেন অদিতি রায়। এক মহিলা সাংবাদিকের সত্য অনুসন্ধানের কাহিনি ঘিরেই আবর্তিত হবে এই থ্রিলার। তবে গল্পে থাকবে আরও চমক। কেন্দ্রীয়ভাবে উঠে আসবে এক অন্তঃসত্ত্বা মহিলার জেলবন্দি থাকার পেছনের রহস্য। সমাজ, নারী-জীবন এবং ক্ষমতার টানাপোড়েন উঠে আসবে এই গল্পে।

এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অরিত্র দত্ত বণিক। নিজেই জানিয়েছেন, “দর্শক এতদিন আমায় ফাজিল ছেলে হিসেবেই পর্দায় দেখেছেন। তবে এবার পুরোপুরি অন্য ধরনের একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। অভিনেতা হিসেবে এমনই একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম।” অভিনেতা হিসেবে নিজের অভিনয় ক্ষমতাকে আরও বিস্তার করতে চান অরিত্র, যা এই সিরিজের মাধ্যমে প্রথমবার প্রকাশ পেতে চলেছে।

আরও পড়ুনঃ নিরুদ্দেশ ‘মিঠাই’ সৌমিতৃষা! সাত মাস ধরে নেই পর্দায়, নেই সোশ্যাল মিডিয়াতেও! কোথায় হারিয়ে গেলেন অভিনেত্রী? ভক্তমহলে উদ্বেগ চরমে, নেপথ্যে কী কারণ?

এই ওয়েব সিরিজের কেন্দ্রীয় ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এক অন্তঃসত্ত্বা বন্দিনীর চরিত্রে তাঁকে দেখা যাবে। এই সিরিজটির মুক্তি পেতে চলেছে পুজোর আগেই, তাই দর্শকদের কাছে এটি হতে চলেছে এক বড় চমক। ‘অনুসন্ধান’ শুধু একটি সিরিজ নয়, বরং অভিনেতাদের অভিনয় ক্ষমতার একটি নতুন পরিসর, আর অরিত্র দত্ত বণিকের ক্ষেত্রে তা এক বহুচর্চিত প্রত্যাবর্তন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page