টেলিভিশনের পর্দায় নতুন নতুন জুটি প্রতিনিয়ত দর্শকের সামনে আসে। কেউ হঠাৎই জনপ্রিয় হয়ে ওঠে, কেউ আবার দীর্ঘ সময় দর্শকের মনে নিজের ছাপ ফেলে। তবে এমন কিছু জুটি থাকে যেগুলো শুধু অন স্ক্রিনেই নয়, দর্শকরা বাস্তব জীবনের সম্পর্ক হিসেবে ও দেখতে চায়। মিঠিঝোরা ধারাবাহিকের এক জুটি ঠিক এমনই হয়ে গিয়েছিল।
মৈনাক ঢোল এবং স্বপ্নীলা চক্রবর্তীর জুটি দর্শক মহলে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। অনস্ক্রিনে তাদের রসায়ন এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা প্রায়শই রিয়েল লাইফেও তাদের প্রেমের খবর জানতে আগ্রহী থাকত। সোশ্যাল মিডিয়াতেও দুজনকে একসাথে গান ও রিল ভিডিও বানাতে দেখা যেত। তাদের বন্ধুত্ব এবং রসায়ন অনস্ক্রিনের চেয়েও অনেক বেশি মানুষের মন কেড়ে নিত।
মিঠিঝোরা ধারাবাহিকটিতে তিন বোনের জীবনকে কেন্দ্র করে নানা রঙের গল্প দেখানো হয়েছিল। তবে দর্শকদের মনে সবচেয়ে নজর কেড়েছে মৈনাক ও স্বপ্নীলা অর্থাৎ স্রোত ও সার্থক জুটি। তাদের চরিত্রের মধুরতা এবং নাটকের গল্পে আবদ্ধ দৃশ্যাবলী দর্শকদের আকৃষ্ট করেছিল। ধারাবাহিকের চলাকালীন সময়ে এই জুটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মৈনাক এবং স্বপ্নীলা জানিয়েছেন, তারা একে অপরকে সবসময় সবচেয়ে প্রিয় কো-অ্যাক্টর মনে করেন। তবে এই বন্ধুত্বের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই। দুজনের অনস্ক্রিন রসায়নের মতোই রিয়েল লাইফে তারা বন্ধু এবং সহকর্মীর সম্পর্ক বজায় রেখেছেন।
আরও পড়ুনঃ ‘কেউ আমার সঙ্গে ভালো করলে আমিও ভালো, কিন্তু খারাপ করলে আমি…’ ব্যক্তিগত পরিসর নিয়ে অকপট দিতিপ্রিয়া! শারীরিক-মানসিক দুর্বলতার জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বিদায় নিতেই, সমাজ মাধ্যমে ভাইরাল বিতর্কিত মন্তব্য! ইঙ্গিত কার দিকে?
অভিনেত্রী স্বপ্নীলা আরও জানিয়েছেন, বর্তমানে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে সুদেব ও লাজুর অনস্ক্রিন প্রেম দেখে কখনও কখনও হিংসে লাগে। তিনি একটু খুনসুটি করে বলেছেন, “দেখে মনে হয় তাদের সম্পর্ক খুব মধুর।” তবে স্বপ্নীলা এবং মৈনাক এই সবই শুধুই বন্ধুত্ব এবং পেশাদারী রসায়নের অংশ বলেই স্পষ্ট করেছেন।
