স্বর্ণদীপ্ত ঘোষ ও অর্পিতা মণ্ডল—টেলিভিশনের জনপ্রিয় এই জুটি আজ ঠিক দুই বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন। ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের সেটে সহ-অভিনয় থেকেই শুরু হয় তাঁদের প্রেম, তারপর পর্দার দম্পতি বাস্তবেও একে অন্যের জীবনসঙ্গী হয়ে যান। ২০২৩ সালের নভেম্বরে বিয়ে করেন, আর সেই দিন থেকেই তাঁদের ভালবাসার গল্প আরও রঙিন হয়ে ওঠে।
দুই বছরের বিবাহবার্ষিকীতে অর্পিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাঁদের বিয়ে, হানিমুন এবং ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনের একাধিক ঘনিষ্ঠ ছবি। ক্যাপশনে ভালোবেসে লিখলেন—“২ বছরের এই পথচলা কত সুন্দর। জীবনের বাকি পথও তোমার হাত ধরেই হাঁটতে চাই… শুভ ২য় বিবাহবার্ষিকী, মাম্মা।” জানা গেল, স্বর্ণদীপ্তকে তিনি আদর করে “মাম্মা” বলেই ডাকেন, আর স্বর্ণদীপ্তও স্ত্রীর জন্য একই ডাক ব্যবহার করেন।
অর্পিতার এই আদরমাখা পোস্ট মুহূর্তে ভরে যায় শুভেচ্ছায়। ‘ফুলকি’ ধারাবাহিকের তাঁর সহ-অভিনেত্রী দিব্যাণী মণ্ডলও ননদের আসল বিবাহবার্ষিকীতে জানালেন শুভেচ্ছা। অনুরাগীরাও লেখেন, “তোমাদের মতো জুটি আশীর্বাদ… সবসময় সুখে থেকো।” সোশ্যাল মিডিয়া যেন মূহূর্তেই ভরে যায় অভিনন্দনে।
এদিকে স্বর্ণদীপ্তও পিছিয়ে থাকেননি। তিনি তাঁদের রোম্যান্টিক মুহূর্তের আরেক সেট ছবি শেয়ার করে লিখলেন—“আজ তোমাকে গতকালের থেকেও বেশি ভালোবাসি, আর আগামিকালের চেয়ে কম। তুমি আমার সুখের উৎস… তুমিই আমার সবকিছু, মাম্মা।” তাঁর মিষ্টি কথায় স্পষ্ট—ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে শুধু আরও গভীর হয়েছে।
আরও পড়ুনঃ অন্য নায়িকার সঙ্গে মৈনাককে প্রেম করতে দেখলে হিংসা হয়? অকপটে জানালেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী! অনস্ক্রিনে অন্য কারও রোমান্স দেখলেই কেন এমন হিংসের সুর? তাহলে কি সত্যিই মৈনাকের ঢোলের প্রেমে পড়লেন তিনি?
টেলিপাড়ায় তাঁরা শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনও প্রিয় জুটি। দুই বছরে ভালবাসা, সঙ্গ আর মিষ্টি মুহূর্তে সাজানো তাঁদের পথচলা দেখে অনুরাগীরা আশা করছেন—এভাবেই একসঙ্গে বুড়োবুড়ি হওয়ার পথও মধুর হোক তাঁদের।
