জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

সিঙ্গেল মাদার হওয়ায় মেয়েকে ভর্তি নিতেই চায়নি কলকাতার একাধিক নামী স্কুল! আর বিয়ে করতে চান না স্বস্তিকা

বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখার্জি। শুধুমাত্র টলিউড নয়, বলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন স্বস্তিকা।তবে এরপরেও সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হয় নায়িকাকে। অভিনয় ছাড়াও নায়িকার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন আলোচনায় থেকেছে।

মাত্র ১৮ বছর বয়সে গায়ক প্রমিত সেনের সঙ্গে বিয়ে হয়েছিল স্বস্তিকার। কিন্তু সেই দাম্পত্য সুখের হয়নি। বর্তমানে মেয়েকে নিয়ে আলাদা থাকেন স্বস্তিকা।

কয়েক বছর আগে জনপ্রিয় নন ফিকশন শো ‘অপুর সংসার’এ এসে সিঙ্গল মাদার হওয়ার গল্প শুনিয়েছিলেন নায়িকা। এবার সেই পুরনো ভিডিও আবার নতুন করে ভাইরাল হয়ে যায়।

দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে রয়েছে কি নায়িকার? এ প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন আগে বিয়েটা থেকেই আইনত ভাবে বেরিয়ে আসতে অনেক সময় লেগেছে তাঁর। সতেরো বছর ধরে একটা লড়াইয়ের পর আবার আরেকটার মধ‍্যে ঢুকতে চান না তিনি। তার উপর হয়তো পরে তাঁর মনে হতে পারে, থাকতে ইচ্ছা করছে না। তাই আবার কোন ঝামেলায় জড়াতে চান না নায়িকা।

Swastika Daughter 1

এদিকে নায়িকা সিঙ্গেল মাদার তা নিয়ে কখনো কোনো সমস্যা হয়েছে কিনা এ প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন যে এখন বিষয়টা আইনি দিক থেকে অনেকটাই সহজ। কিন্তু সাত বছর আগে মেয়েকে স্কুলে ভর্তি করতে গিয়ে রীতিমতো হয়রান হয়েছিলেন অভিনেত্রী।কলকাতার একাধিক নামী স্কুলে মেয়েকে ভর্তি করাতে গিয়েও সেটা করতে পারেননি তিনি। সন্তানের স্কুলে ভর্তি হওয়ার জন‍্য বাবা মা দুজনকেই উপস্থিত থাকা তখন বাধ‍্যতামূলক।

Piya Chanda

                 

You cannot copy content of this page