জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শ্রীমা-অনিন্দ্য প্রেম করছেন? বিয়ের ফাঁকেই রাহুলের ঘাড়ে ম্যাসাজ দিলো দ্যুতি

বিয়ে হচ্ছে শ্রীমা-অনিন্দ্যর। বিয়ের দীর্ঘসময়ের আচার-অনুষ্ঠান পালন করতে করতে ক্লান্ত দুজনেই। সেই ফাঁকেই হবু স্বামীর হাত বোলালো শ্রীমা। ভাবছেন হঠাৎ করে কী হলো? তাহলে কি সত্যি বিয়ের পিঁড়িতে বসে পড়ল ওই জুটি? আসলে সবটাই ধারাবাহিকের পর্বের শুটিং।

রাহুল আর দ্যুতির বিয়ের পর্ব দেখানো হচ্ছে ধারাবাহিক গাঁটছড়াতে। আর সেই ফাঁকেই বন্ধুকে ম্যাসাজ দিলো শ্রীমা। এদিকে বিয়েবাড়ির খাটুনিতে নাজেহাল অবস্থা শোলাঙ্কি রায়, রিয়াজ লস্কর, অনুষ্কা গোস্বামীদেরও।

এদিকে দুজনের বিয়ের আয়োজনে যাতে কোনো ত্রুটি না হয় তা খুঁটিয়ে দেখছেন পরিচালক সৌমেন হালদার। এমনকি সিঁদুর পরানো ঠিক না হলে, একাধিক বার সিঁদুর পরানোর আবেদন জানাচ্ছেন অনিন্দ্যকেও। ফুল, বিয়ের পিঁড়ি, বর-কনের সাজসজ্জা— সব মিলিয়ে নিখুঁত বিয়েবাড়ির আয়োজন করা হয়েছে।

হলুদের বাটি থেকে দধিমঙ্গলের দই চিঁড়ে- সব রয়েছে সেই আয়োজনে।সাত পাকে বাঁধা পড়তে চলেছে হিরে ব্যবসায়ী সিংহ রায় এবং ভট্টাচার্য পরিবার। ঋদ্ধিমান-খড়ির পর এবার পালা রাহুল (অনিন্দ্য) আর দ্যুতির (শ্রীমা) বিয়ে।

বিয়ে নিয়ে এক সংবাদমাধ্যমের তরফে একটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল পরিচালককে। এই ধারাবাহিকেই নাকি তিনি দুটো বিয়ে দিলেন। বাঙালিরা এই একটি অনুষ্ঠান ভীষণ খুঁটিয়ে দেখেন এমনটাই জানালেন পরিচালক। তাই কোনো ত্রুটি রাখতে চান না তিনি।

Piya Chanda

                 

You cannot copy content of this page