ফের আবার বিবাহ বিচ্ছেদের খবর টেলিপাড়ায়। ইতিমধ্যে, বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছে অভিনেতার স্ত্রী পৃথা, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। কথা হচ্ছে টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জির (Sudip Mukherjee)। বর্তমানে, অভিনেতাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে।
আজ থেকে প্রায় দশ বছর আগে সাত পাকে বাঁধা পড়েছিলেন পৃথা-সুদীপ। তবে এটাই অভিনেতার প্রথম বিয়ে নয়। এর আগে দামিনী বসুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সুদীপ। তবে, দ্বিতীয় সম্পর্কে প্রেমের প্রস্তাব আসে পৃথার তরফ থেকে।
অন্যদিকে আবার, এই তারকা দম্পতির মধ্যে ফারাক রয়েছে ২৫ বছরের। কিন্তু, তবুও হাসি মুখে দুই সন্তানকে নিয়ে সংসার করছিলেন তাঁরা। এমন কি কয়েকদিন আগে অবধিও সমাজ মাধ্যমে পোস্ট করা ছবিতে একে অপরকে মন্তব্য করতে দেখা গেছে।
প্রসঙ্গত, এর আগে স্টার জলসার ‘ইসস্মার্ট জোরি’তে তাঁদের সম্পর্কের রসায়ন অনেক দর্শকেরই পছন্দ হয়েছিল। এমনকি বেশ কয়েকবার স্বস্ত্রীক দিদি নাম্বার ওয়ান এর মঞ্চেও খেলতে দেখা গেছে এই জুটিকে। কিন্তু, হঠাৎ তাঁদের সম্পর্কের কেন এমন পরিণতি ঘটলো?
আরও পড়ুনঃ বসুবাড়ি থেকে বিদায় নিল রায়ান! পারুল কি পারবে রায়ানকে আটকাতে নাকি শিরিন এবং রায়ানের নতুন জীবন শুরু হতে চলেছে?
পৃথা হঠাৎই একদিন তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম। তবে, আমরা সারাজীবন বন্ধু থাকব’। পৃথার এই পোস্ট এখন অনেকের কাছেই জানা। কিন্তু ঠিক কোন এমন কারণে এই দম্পতিকে কঠিন সিদ্ধান্ত নিতে হল তা এখনো সঠিকভাবে জানা যায়নি।