‘অপারেশন সিঁদুর’, যা নিয়ে এখন উত্তাল সমগ্র ভারতবর্ষ। আর এই অপারেশনের জেরেই কিছুটা ভীত হয়ে রয়েছে প্রতিপক্ষ দেশ পাকিস্তান। এক কথায় যেকোনো দেশপ্রেমী নিজের মাতৃভূমির স্বার্থে এই অপারেশনের পক্ষেই থাকবেন। আজ দেশের যেমন একাধিক মায়ের হয়েছে কোল খালি, তেমনই বেরঙিন হয়েছে একাধিক স্ত্রীও।
আর, তাঁদের পরিবারের মর্মান্তিক ঘটনার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। অন্যদিকে আবার সন্ত্রাসবাদীরা খুব ভালো করেই জানত, আঘাত করলে প্রত্যাখ্যাত আসবেই। সব জেনেও তারা চলতি বছরের এপ্রিল মাসে ঘটিয়ে ফেলে এক ভয়াবহ দুর্ঘটনা। গত মাসের ২২ তারিখে আচমকা কাশ্মীরের পেহেলগাওতে নিরীহ ২৬ পর্যটককে হত্যা করেন।
এই কারণেই, ভারতের রাজপথ থেকে অলিগলি রয়েছে এখন উত্তপ্ত। আর, দেশের আজ এমন পরিস্থিতির পাশে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। প্রসঙ্গত টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরী এই বিষয়ে রেখেছেন নিজের বক্তব্য। অভিনেতার কথায়, “যে ভাবে স্ত্রীর সামনে তার স্বামীকে, সন্তানের সামনে তার পিতাকে ধর্ম জেনে মারা হয়েছে— এর পর চুপ করে বসে থাকাটা কোনও সরকারের পক্ষে সম্ভব নয়। আমি আজ ভারতীয় হিসাবে গর্বিত। আমি মনে করছি, আমার দেশ যোগ্য জবাব দিয়েছে। আগামী দিনেও এ রকমই যোগ্য জবাব দেওয়া হবে”।
টোটা আরও জানিয়েছেন, জানি, এতে দু’দেশের সাধারণ মানুষের জীবন প্রভাবিত হবে। যুদ্ধ বাঁধলে তাই-ই হয়। যারা কুচক্রী তারা তো আর সামনে আসবে না। এরা আড়ালে বসে থাকবে। এদের এবং এদের পরিবারের কারও গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগবে না। কিন্তু যাদের দিয়ে এই হামলা ঘটানো হয়েছে তাদের এবং তাদের পরিবারের ক্ষতি! সেই সঙ্গে সাধারণ মানুষেরও হবে। আজকে যদি আমাদের এখানে মিসাইল হানা হয়, আমরা অনেকেই মারা যাব। কেউ যদি যুদ্ধ চায় তা হলে আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। আমি ব্যক্তিগত ভাবে তাই বলতে পারি, কাপুরুষতার থেকে মৃত্যবরণ করা বাঞ্ছনীয়। আজকে যদি ‘অপারেশন সিঁদুর’ প্রত্যাঘাত না হত তা হলে বিশ্বের কাছে ভারত কাপুরুষ প্রমাণিত হত। আমি যে হেতু স্বাধীনতা সংগ্রামীর নাতি তাই আমার মত, মাথা নীচু করে বাঁচার চাইতে মাথা উঁচু করে মরা ভাল”।
আরও পড়ুনঃ বিবাহিত হয়েও, হৃতজিতের সঙ্গে দিদি নম্বর ওয়ানে খেলতে গিয়ে সংসার টলেছিল তাঁর! অবশেষে মুখ খুলে সত্যি জানালেন পৌষালী
বলাই বাহুল্য ইতিমধ্যেই ভারতীয় সেনারা আজ মধ্যরাত থেকে পাকিস্তানের বিভিন্ন জায়গা কে টার্গেট করে উশাল হামলা শুরু করে দিয়েছে। আর ভারতীয় সেনাদের মন প্রাণ দিয়ে সমর্থন করছেন আপামর ভারতবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিঁদুরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। আশা করে যে এই যুদ্ধে ভারত জয়ী হবেই হবে।