জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘বড়লোকি কিউয়ি না খেয়ে পেয়ারা খান বেশি উপকার হবে! বিদেশি আকর্ষণ ছেড়ে দেশীয় জিনিসে ভরসা রাখুন, শরীর ফিট রাখার রহস্য বাতলে দিলেন গার্গী রায়চৌধুরী

“লেডিস ফার্স্ট, ফ্যামিলি, লাল্টু দত্ত” বাংলা সিনেমা জগতের ‘রামধনু’ ছবির এই ডায়লগ দর্শকদের কাছে অতি পরিচিত। এই সিনেমার লাল্টু-মিতালীর জুটি যেনো একেবারে বাংলার মধ্যবিত্ত সমাজের দম্পতির জীবনের কথা তুলে ধরে। এই সিনেমার (cinema ) অভিনেত্রী গার্গী রায়চৌধুরী (Gargi Roychowdhury) আজও অনেক দর্শকদের কাছে মিতালী নামেই পরিচিত।

টলিউড জগতে এই অভিনেত্রী অত্যন্ত পরিচিত মুখ। প্রাথমিক জীবনে গার্গী থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও পরবর্তীকালে সেই গণ্ডি পেরিয়ে সিরিয়াল এবং সিনেমায় কাজ করে চলেছেন। প্রশ্ন করতে বলা যায়, আসন্ন দিনে মৈনাক ভৌমিকের পরিচালনায় আসছে গার্গী রায় চৌধুরীর অভিনীত গৃহস্থ ছবি। এই সিনেমার টিজার সবেমাত্র মুক্তি পেয়েছে।

বর্তমানে অভিনেত্রীর এক ইন্টারভিউ নেট দুনিয়ায় দর্শকদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে পছন্দ-অপছন্দ সবটাই অকপটে বলছেন তাঁর দর্শকদের। শহরের এক সংবাদ মাধ্যমকে দেওয়া এই সাক্ষাৎকারে ‘এভারগ্রীন কমপ্লিমেন্ট পেতে কিরকম লাগে?’ এই প্রশ্ন অভিনেত্রীকে জিজ্ঞাসা করায় তিনি বললেন “যেগুলো স্থায়িত্ব নেই সেইগুলো নিয়ে ভাবি না, তবে শুনতে ভালো লাগে”। অভিনেত্রী আরো বললেন, এভারগ্রীন শুধু বাহ্যিকভাবে হয় না সেটা সবটা নিয়ে হয় এবং তিনি যাদের সঙ্গে বসবাস করেন তাঁরা তাঁকে আরও এভারগ্রীন থাকতে সাহায্য করে।

এরপরই সাক্ষাৎকারী তাঁর সুন্দর গ্লোয়িং ত্বকের রহস্য জানতে চাইলে মিতালী ওরফে গার্গী বলেন, নিজের লাইফ স্টাইল ঠিকঠাক ভাবে পালন করেন। তবে তিনি ছোটবেলা থেকেই খুব ময়েশ্চারাইজার মাখতেন এমনকি এখনও নারকেল তেল থেকে শুরু করে ঠোঁটে ভ্যাসলিন লাগানো কিংবা কোথাও কেটে গেলে বোরোলিন ব্যবহার করা সবটাই ঘোরায়া উপায়ে করেন। অভিনেত্রী বললেন, “আমি কোনদিনই কিউই খাওয়াতে বিশ্বাসী নই, পেয়ারা খাওয়াতে বিশ্বাসী”। নিজেকে এক কথায় প্রকাশ করে অভিনেত্রী বললেন, “গার্গী সাবেকি”।

অন্যদিকে আবার প্রেমের মাস নিয়ে গার্গীকে জিজ্ঞাসা করায় বললেন, তাঁর জীবনে প্রতি বসন্তেই নতুন জীবন আর জীবন একটাই। তাই তিনি প্রতি বসন্তেই প্রেমে পড়েন। পুরনো প্রেম কিংবা ক্রাশ নিয়ে জিজ্ঞাসা করাতে গার্গী বলে ওঠে, ক্রাশ বা পুরনো প্রেম কিছুই মনে পড়ে না তবে, “ক্রাশ আমার প্রত্যেকদিন হয়”। একটা সময়ে ভিভ রিচার্ডসকে দেখে ক্রাশ খেয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর ‘বলরাম কাণ্ড’ সিনেমার প্রচারের এই ইন্টারভিউতে ছবির চরিত্রের সঙ্গে তাঁর মিল আছে কিনা জিজ্ঞাসা করায় বললেন, “গার্গী একা, কিন্তু নিঃসঙ্গ নয়” এমনকি তিনি নিজেকে মজার মানুষ বলেও দাবি করলেন সাক্ষাৎকারে। সবটা মিলিয়ে এক কথা বলা যেতে পারে খুবই প্রাণবন্ত এবং স্পষ্টবাদী হয়ে অকপটভাবে সাক্ষাৎকার দিতে দেখা গেছে অভিনেত্রী গার্গী রায়চৌধুরীকে।

Piya Chanda