জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রেম দিবসও মনমরা রূপঙ্কর! গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রূপঙ্কর পত্নী চৈতালি

গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই চারিদিকে চলছে প্রেমের মরসুম। কিন্তু, তবুও এই প্রেম দিবসে মনমরা বাংলার গায়ক রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। গতকাল সোশ্যাল মিডিয়ায় (social media) গায়ক প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে হসপিটালের বেডে শুয়ে রয়েছেন রুপঙ্করের স্ত্রী চৈতালি লাহিড়ী। কিন্তু, কী এমন হল জন্য হাসপাতালে ভর্তি হতে হল রূপঙ্কর পত্নীকে?

আজকের দিনে যেকোনো তারকার জীবনের খুঁটিনাটি জানতে পারা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তেমন ভাবেই শহরের এক সংবাদ মাধ্যম রুপঙ্কর বাগচীর স্ত্রীর কথা জানতে পেরে তাঁদের সঙ্গে যোগাযোগ করায় গায়ক বলেন, চৈতালির কোলনে একটা ইনফেকশন হয়েছে। আর এই কারণেই সল্টলেকের এক হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর স্ত্রী।

রুপঙ্কর বলেছেন, “গত পরশু ওকে ভর্তি করানো হয়েছে। ওষুধপত্র চলছে। এখন আগের থেকে অনেকটাই ভাল রয়েছে চৈতালি”। গায়ক আরো বলেন, কয়েক মাস আগে ইউটিআই-তে সমস্যা হওয়াতে চৈতালিকে সেই সময়েও হসপিটালে ভর্তি করাতে হয়েছিল।

চৈতালির ডাক্তারেরা অনুমতি দিলে আগামী সপ্তাহের সোমবারে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা আছে। জৌলুসহীন সাদামাটা এই বছরের প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে স্ত্রীয়ের উদ্দেশ্যে রূপঙ্কর লিখেছেন, “সুখে-দুঃখে, বিপদে-সম্পদে পরস্পরের সঙ্গে আছি, ছিলাম, থাকব। শুভ প্রেম দিবস”। গায়কের স্ত্রীর এই অসুস্থতার কথা জানতে পেরে অনেক নেটিজেনরাই তাঁর প্রতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার কামনা জানিয়েছেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page