জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা (Parineeta)। এই ধারাবাহিক অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন দখল করে নিয়েছে। পর্দায় পারুল ও রায়ানের দুষ্টু মিষ্টি প্রেমের চিত্র দিনের পর দিন সুপারহিট হচ্ছে। বিয়ের পরেও জমিয়ে প্রেমটা হচ্ছে না! প্রেমে পড়তে সময় লাগবে আরও। এরই মাঝে ঈশানী স্বীকার করলেন নিজের বাস্তব প্রেমের কাহিনী।
জি বাংলার এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও অভিনেত্রী ঈশানী চ্যাটার্জিকে (Ishani Chatterjee)। ধারাবাহিকের পর্দায় এই নতুন জুটিকে পছন্দ করছেন দর্শক। তবে সব সময়ই পর্দার অভিনেতা-অভিনেত্রীদের বাস্তব জীবন নিয়ে দর্শকদের আগ্রহ থেকেই যায়।

জি বাংলার পরিণীতা জুটির ক্ষেত্রেও জারি রয়েছে সেই আগ্রহ। এমনিতেই অভিনেত্রী ঈশানী চ্যাটার্জি নবাগতা অভিনেত্রী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকটাই কম জানেন অনুরাগীরা। তাই ভ্যালেন্টাইন্স ডের দিন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে সুরসুড়ি শুরু হলই। বাস্তবে প্রেমে পড়েছেন অভিনেত্রী?
অভিনেতা উদয় প্রতাপ সিং বিয়ে করেছেন তাঁর প্রেমিকা টলিউডের অভিনেত্রী অনামিকা চক্রবর্তীকে। উদয়-অনামিকার জুটি দারুন পছন্দ সবার। অর্থাৎ চুটিয়ে সংসার করছেন উদয়। অন্যদিকে, পারুল ওরফে ঈশানী চ্যাটার্জী নিজের বয়ফ্রেন্ডের কথা বলতেই লজ্জায় লাল। তিনি তাঁর প্রেমিকের জন্য চকলেট, ফুল পাঠিয়েছেন। সেই কথা সবাই জেনে যাবে সাক্ষাৎকার থেকে। বলেই হাসলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ দাদা’র সঙ্গে ৫ বছরের প্রেম! আদৃতের ঘরণী. কৌশাম্বির প্রথম প্রেমিকও ইন্ডাস্ট্রির মুখ! চেনেন তাকে
তবে পর্দায় কবে পারুল ও রায়ানের রসায়ন দেখতে পাবেন দর্শক? উত্তরে অভিনেতা উদয় বললেন, প্রেমে পড়তে সময় লাগবে। এমনিতে পরিণীতা সেট মাতিয়ে রাখেন উদয়। অভিনেত্রী জানালেন, উদয় না এলে হাসি ঠাট্টা কম হয়। তিনি আরো বললেন, পরিণীতায় আসছে দারুন সব চমক।