জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রূপ, প্রতিভা থাকা সত্ত্বেও পার্শ্ব চরিত্রেই রয়ে গেলেন রূপসা! নায়িকার গুন নিয়েই সাইড রোলে! তাকে মূল নায়িকা চরিত্রে দেখতে চান?

‘মেয়ে যেমন রূপে লক্ষী, তেমন গুনে সরস্বতী’ মেয়েদের জন্য বাঙালিদের মধ্যে এটা খুবই প্রচলিত। অর্থাৎ, যাঁরা রূপ এবং গুনে স্বয়ং সম্পূর্ণা তাঁদের জন্যই এই কথাটি প্রযোজ্য। বর্তমান সময়ে, বিনোদন জগতে এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যাঁরা রূপে ও গুনে যে কাউকে মাত দিতে পারে।

এই মুহূর্তে, টলিপাড়ার এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি সব দিক থেকেই পারফেক্ট। অভিনেত্রীর নাম রূপসা চক্রবর্তী। এই অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালে। বলাই বাহুল্য, এই ধারাবাহিকে মুখ্য অভিনেত্রী ছাড়াও দিনে দিনে পার্শ্ব চরিত্রগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

image 43

জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনেত্রীর নাম কৌশিকী মুখার্জী। রুপসা টলিউডের টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। এর আগে অভিনেত্রীকে ‘খোকাবাবু’, ‘রাখি বন্ধন’, ‘বেনে বউ’, ‘দীপ জ্বেলে যাই’-এর মতন কিছু হিট ধারাবাহিকে ছিল এই অভিনেত্রীর উজ্জ্বল উপস্থিতি। তবে, এত প্রতিভা থাকা সত্ত্বেও কেন বরাবর অভিনেত্রীকে সাইড রোলে অভিনয় করতে হয়?

প্রসঙ্গত, অভিনেত্রীর স্বামী এই ইন্ডাস্ট্রির এক নামজাদা ধারাবাহিকের পরিচালকও বটে। পরিচালকের নাম স্নেহাশীষ চক্রবর্তী। শোনা যায়, পরিচালক স্বামীর হাত ধরেই রূপসার বিনোদন জগতের আলাপ হয়। আর প্রাথমিক সময় থেকেই অভিনেত্রী আর্ষ চরিত্রে অভিনয় করে আসছে বলে সেই অর্থে নায়িকা হওয়ার সুযোগ পায়নি কোনোদিন। তবে, মুখ্য চরিত্রে অভিনয়ে না করেও নায়িকাদের মতই সমান জনপ্রিয়তা লাভ করা যায় তার অন্যতম উদাহরণ রূপসা।

Piya Chanda

                 

You cannot copy content of this page