‘মেয়ে যেমন রূপে লক্ষী, তেমন গুনে সরস্বতী’ মেয়েদের জন্য বাঙালিদের মধ্যে এটা খুবই প্রচলিত। অর্থাৎ, যাঁরা রূপ এবং গুনে স্বয়ং সম্পূর্ণা তাঁদের জন্যই এই কথাটি প্রযোজ্য। বর্তমান সময়ে, বিনোদন জগতে এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যাঁরা রূপে ও গুনে যে কাউকে মাত দিতে পারে।
এই মুহূর্তে, টলিপাড়ার এমন এক অভিনেত্রী রয়েছেন যিনি সব দিক থেকেই পারফেক্ট। অভিনেত্রীর নাম রূপসা চক্রবর্তী। এই অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে জি বাংলা জগদ্ধাত্রী সিরিয়ালে। বলাই বাহুল্য, এই ধারাবাহিকে মুখ্য অভিনেত্রী ছাড়াও দিনে দিনে পার্শ্ব চরিত্রগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনেত্রীর নাম কৌশিকী মুখার্জী। রুপসা টলিউডের টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। এর আগে অভিনেত্রীকে ‘খোকাবাবু’, ‘রাখি বন্ধন’, ‘বেনে বউ’, ‘দীপ জ্বেলে যাই’-এর মতন কিছু হিট ধারাবাহিকে ছিল এই অভিনেত্রীর উজ্জ্বল উপস্থিতি। তবে, এত প্রতিভা থাকা সত্ত্বেও কেন বরাবর অভিনেত্রীকে সাইড রোলে অভিনয় করতে হয়?
আরও পড়ুনঃ দুটি রবীন্দ্র সঙ্গীত গাওয়ার জন্য অরিজিতের পারিশ্রমিক ৩ কোটি টাকা! শুনে হাঁ বাবুল!
প্রসঙ্গত, অভিনেত্রীর স্বামী এই ইন্ডাস্ট্রির এক নামজাদা ধারাবাহিকের পরিচালকও বটে। পরিচালকের নাম স্নেহাশীষ চক্রবর্তী। শোনা যায়, পরিচালক স্বামীর হাত ধরেই রূপসার বিনোদন জগতের আলাপ হয়। আর প্রাথমিক সময় থেকেই অভিনেত্রী আর্ষ চরিত্রে অভিনয় করে আসছে বলে সেই অর্থে নায়িকা হওয়ার সুযোগ পায়নি কোনোদিন। তবে, মুখ্য চরিত্রে অভিনয়ে না করেও নায়িকাদের মতই সমান জনপ্রিয়তা লাভ করা যায় তার অন্যতম উদাহরণ রূপসা।