জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বিরাট সুখবর! ‘আনন্দলোক’ সম্মানে সম্মানিত ‘মিঠাই!’

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo), বাংলার বিনোদন জগতে আলোচনা হোক কিংবা সমালোচনা সবকিছুর মধ্যেই এই অভিনেত্রীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৬ সালে কালারস্ বাংলার এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপরে আরো অনেক ধারাবাহিক করলেও মূলত ২০২১ সালের জি বাংলার মিঠাই ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে।

এই সিরিয়ালের পর থেকেই অভিনেত্রী মূলত বাংলার দর্শকদের কাছে মিঠাই নামে পরিচিত। অভিনয় দক্ষ হওয়ার দরুন সৌমিতৃষা ছোট পর্দার গন্ডি পেরিয়ে পা রেখেচ্ছেন বড়ো পর্দায়। সৌমিতৃষা ওরফে মিঠাইয়ের প্রথম অভিনীত ‘প্রধান’ সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করতে দেখতে পাওয়া গেছে। এরপর থেকে ছোটোপর্দা-বড়োপর্দার পাশাপাশি নিজের রাজত্ব বিস্তার করেছে ওটিটি জগতেও। গত বছর ‘কালরাত্রি’ নামের ওয়েব সিরিজের মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

soumitrisha kundoo

অভিনেত্রী সকল সিরিয়ালের মধ্যে উল্লেকযোগ্য হল- মিঠাই, জয় কালী কলকাতাওয়ালী, অলৌকিক না লৌকিক, কনে বউ এবং আরও অনেক। সফলতার চূড়ায় থাকলেও অভিনেত্রীকে নিয়ে অনেক নেটিজেনরাই সমালোচনা করে থাকেন। এমনকি, টেলি পাড়ায় কান পাতলেই সহকর্মীদের থেকেও তাঁর নামে অনেক ধরনের কথা শুনতে পাওয়া যায়।

বর্তমানে অভিনেত্রী ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করা কিছু ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সৌমিতৃষা আনন্দলোক পুরস্কারে সম্মানিত হয়েছেন। দর্শকদের পছন্দে সেরা অভিনেত্রী হয়েছেন তিনি, তাও আবার পেয়েছেন ওটিটি জগতে অভিনয় করার জন্য। অভিনয়ের জন্য তো বটেই এমনকি দর্শকদের পছন্দে সেই সিরিজও হয়েছে ‘সেরা সিরিজ’। ওয়েব সিরিজের নাম ‘কালরাত্রি’। গতকাল এই ছবি সোশ্যাল মিডিয়া দেখার পর অনেক অনুরাগীরাই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

Titli Bhattacharya