গত ১৯ শে জানুয়ারি চার হাত এক হয়েছে বহু প্রতীক্ষিত জুটি শ্বেতা-রুবেলের। বহু বছরের প্রেম পেয়েছে পরিণতি। ২১শে জানুয়ারি ছিল তাঁদের রিসেপশন। আরে রিসেপশনি বসে ছিল চাঁদের হাট। বলাই বাহুল্য সব টেলি অভিনেতা অভিনেত্রীরাই উপস্থিত ছিলেন এখানে।
শ্বেতা এবং রুবেলের নতুন জীবনযাত্রার শুরু নিয়ে উচ্ছ্বসিত গোটা পরিবার ও অনুরাগীরা। তাঁদের এই নতুন অধ্যায়ের সূচনায় পাশে ছিল বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সকলেই। বিয়ের রিসেপশন মিলিয়ে উপস্থিত ছিলেন তাদের বর্তমান ধারাবাহিক অর্থাৎ ‘নিম ফুলের মধু’ ও ‘কোন গোপনে মন ভেসেছে’ এর সদস্যরাও।
সোনালি সুতোর কাজ করা সাদা ধুতি-পাঞ্জাবিতে রুবেল। নাচের তালে বিয়ের মণ্ডপে ঢুকতে দেখা গেল তাঁকে। এদিকে, লাল বেনারসি আর সোনার গয়নায় রুবেলকে নাচের ছন্দেই আহ্বান জানালেন শ্বেতা। বর-কনে দু’জনেই বিয়ের সাজে বেছে নিলেন সাবেকিয়ানা।
বৈদিক মতে মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকের তত্ত্বাবধানে চার হাত এক হলো এই জুটির। রুবেল-শ্বেতার বিয়ের আসর বসেছে দমদম অঞ্চলের রাজা প্যালেসে। যুগলের বিয়ের ছবি সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। নবদম্পতিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগীরা।
আরও পড়ুনঃ বিরাট সুখবর! ‘আনন্দলোক’ সম্মানে সম্মানিত ‘মিঠাই!’
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দেখা গেছে হাতে ব্যান্ডেজ লাগাচ্ছেন সেটা বিয়ের পর কি এমন হলো যে হাতে ব্যান্ডেজ লাগাতে হলো? না গুরুতর কোনো চোট পাননি শ্বেতা। আসলে বিয়ের জন্য যে মেহেন্দি পড়েছিলেন সেটা ঢাকতেই এমন কাজ। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ শ্যামলী চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্রের স্বার্থেই হাতের মেহেন্দি ঢাকতে ব্যান্ডেজ লাগানোর পন্থা বেঁচে নিয়েছেন তিনি।