কোয়েল মল্লিক টলিউডের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেত্রী। তিনি ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে তার অভিনয়জীবন শুরু করেন এবং তখন থেকেই তিনি দর্শকদের মন জয় করে চলেছেন। কোয়েলের সহজ-সরল অভিনয় এবং মিষ্টি স্বভাব তাকে বাংলা সিনেমার অন্যতম প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। তিনি তার বিভিন্ন সিনেমায় প্রেমিকা, সাহসী নারী, কিংবা দায়িত্বশীল মেয়ে—প্রতিটি চরিত্রেই নিজের অভিনয়ের বৈচিত্র্য দেখিয়েছেন।
ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিক অত্যন্ত পারিবারিক এবং দায়িত্বশীল একজন মানুষ। ২০১৩ সালে তিনি নিসপাল সিং রানে-কে বিয়ে করেন, যা ছিল তার ভক্তদের কাছে এক বড়ো চমক। ২০২০ সালের ৫ মে কোয়েল তার প্রথম সন্তানের মা হন। তার ছেলের জন্মের পর, কোয়েল কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নেন এবং পুরো সময়টা পরিবার ও ছেলের প্রতি মনোযোগ দেন। মাতৃত্বকালীন এই বিরতিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, যা ভক্তদের কাছে বেশ প্রেরণাদায়ক ছিল।
অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর তিনি এই সুখবরটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। মা হিসেবে কোয়েল যে খুব যত্নশীল, তা নিয়ে কারো সন্দেহ নেই। তিনি কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে জানেন।
ছেলে হওয়া পর কাজ থেকে বিরত থাকার পর, কোয়েল আবারও সিনেমার জগতে ফিরে এসেছিলেন এবং নতুন উদ্যমে কাজ শুরু করেন। একইভাবে মেয়ে হওয়ার পরও ছুটিতে রয়েছেন কোয়েল। মাতৃত্বের পর তার অভিনয়ে আরও গভীরতা এবং অভিজ্ঞতার ছাপ দেখা যায়। কোয়েল প্রমাণ করেছেন যে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দায়িত্বশীল মা এবং স্ত্রী হওয়া সম্ভব।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে দুই ছেলে মেয়েকে নিয়ে সারাদিন কিভাবে কাটে সেই নিয়ে অভিজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী কোয়েল। দুই ছেলে মেয়েকে নিয়ে কতটা ব্যস্ত থাকেন কোয়েল এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, দুজনকে নিয়ে বেজায় নাজেহাল হতে হচ্ছে তাকে। ছেলে কবীর বোনকে পুতুল ভাবে, কিন্তু বোন হওয়ায় খুবই খুশি সে। কিন্তু বোনকে চটকাতে দেন কোয়েল, এতেই তাঁদের বন্ডিং ভালো হবে বলে জানান কোয়েল। কোয়েল ভীষণই খুশি এবং তার জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বিয়ের পরই হাতে লাগাতে হলো ব্যান্ডেজ! কি করে আঘাত পেলেন শ্বেতা?
এছাড়া, কোয়েলকে তাঁর নতুন ছবি কবে মুক্তি হবে জানতে চাওয়া হলে তিনি বলেন তিনটে ছবি অলরেডি রিলিজের মুখে আছে একটা ‘স্বার্থপর’ একটা ‘মিতিন মাসি’ এবং আর একটা ‘সোনার কেল্লা যকের ধন’, খুব শীঘ্রই সেগুলোই প্রমোশন চলবে। নতুন স্ক্রিপ শুনছি আর কয়েকটা ছবি না না বলে দিয়েছি কারণ সেগুলির জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা, আমি এত তাড়াতাড়ি শুরু করতে পারব না। কিছুদিন প্রাইভেট লাইফ একটু বেশিই থাকবো, তারপরে পর্দায় ফিরবো”। এই খবর ভক্তদের সামনে আসতেই উচ্ছ্বাসিত তারা।