জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ভালোবাসার মাসেই চার হাত এক হতে চলেছে সুকান্ত-অনন্যার! কবে জানেন? সামনে এলো কার্ড

গানের কলিতে আছে ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না’ অর্থাৎ যার একবার প্রেম হয় এই প্রেম সহজে কারোর পিছু ছাড়ে না। এমন ধরনের সম্পর্ক দৃষ্টান্ত অতীতে বহু দেখা গেছে। আর প্রেম নিয়ে বিনোদন জগতের গুঞ্জন নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সমালোচকরা কারোর যদি প্রেমের গুঞ্জন শুনতে পায় তাহলে তাদের নিয়ে কটাক্ষ থেকে শুরু করে সমালোচনায় সবই চলতে থাকে।

কিন্তু, বর্তমানে এই সব কটাক্ষকে উড়িয়ে দিয়ে জীবনযাত্রায় বাঁধা পড়তে চলেছে অনন্যা-সুকান্ত। গত বছরে পাহাড়ের কোলে রীতিমতো হাঁটু গেরে বসে প্রেম নিবেদন করেছিলেন সুকান্ত এবং রেখেছিলেন বিয়ের প্রস্তাব। অবশ্য এই দুটি এই মুহূর্তেই বিয়ে করছে না কিন্তু সেরে রাখছে বাগদান পর্ব। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। এলাহি ভাবে হতে চলেছে এই জুটির এনগেজমেন্ট।

এই সেলেব্রিটি লাভবার্ডসের প্রেমের বয়স ৩। খুব কম বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে মুন্নি ওরফে অনন্যা। এই অভিনেত্রী কৃষ্ণকলি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। বর্তমানে অনন্যাকে দেখতে পাওয়া যাচ্ছে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। সুকান্ত পেশায় একজন চাকরিজীবী এবং বাংলার সুপরিচিত এক ইউটিউবার। এই ঝুটির জীবনের খুঁটিনাটি বিষয়ে মূলত সুকান্তর ভ্লগের মাধ্যমেই জানতে পারেন দর্শকেরা। সুকান্তর ভিডিওর মাধ্যমে সকলের সামনে এল আমন্ত্রণপত্র। কিন্তু কিসের বিয়ে নাকি এনগেজমেন্ট?

কোনো দ্বিধা না রেখে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন তাদের আগামী মাসে হতে চলেছে এনগেজমেন্ট। হ্যাঁ আপাতত বিয়ে নয়, এনগেজমেন্ট এর মাধ্যমে নিজেদের জীবনে চলার পথকে দৃঢ় করে তুলতে চাইছেন এই তারকা জুটি। প্রথম থেকেই এই জুটির দুই বাড়ির তরফ থেকেই সম্মতি ছিল। এই মুহূর্তে এনগেজমেন্ট-এর প্রস্তুতি তুঙ্গে।

ফেব্রুয়ারিতে বাগদান হলেও, তারিখ এখনো রয়েছে অপ্রকাশিত। সুকান্ত তার ভ্লগে বলে ফেব্রুয়ারি মাসেরী কোন এক মঙ্গলবার হতে চলেছে এই শুভ অনুষ্ঠান। এনগেজমেন্ট ঘোষণা হওয়ার সময়ই সুকান্ত জানিয়েছিল, “এনগেজমেন্ট হলেও, বিয়েটা এখন হচ্ছে না!” ইতিমধ্যে এনগেজমেন্ট এর নিমন্ত্রণ শুরু হয়েছে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে। প্রথম আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে ঠাকুরের সিংহাসনে এইসব দৃশ্যই দেখা গেছে সুকান্তর ভ্লগে।

অভিনেত্রীর ১৮ পেরোনোর আগেই শুরু হয়েছিল এই প্রেম পর্ব। শোনা যায় অভিনেত্রী দিদি এই প্রেমের ঘটকালী করেছিলেন। সমালোচকদের মতে, এই সম্পর্ক বেশিদিন টিকবে না, কম বয়সে প্রেম এই ধরনের কটুক্তি শুনতে হয়েছিল এই জুটিকে। ‘কৃষ্ণকলি’, ‘মিত্তির বাড়ি’ ছাড়াও অভিনেত্রীকে দেখা গেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’, ‘তুঁতে’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ সিরিয়ালে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page