জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বছর শেষের খুশির খবর! টেলিভিশনের পর্দায় ফিরছে ‘গৌরী এলো’র বিশ্বরূপ-মোহনা জুটি!

বর্তমানে টেলিভিশন (Television) জগতে নানান জনপ্রিয় সিরিয়ালের নামই দর্শকদের মুখে মুখে ঘুরে বেড়ায়। আবার, এমন কিছু সিরিয়ালও রয়েছে যা কিনা ‘শেষ হয়ে গিয়েও হয় নাকো শেষ’ অর্থাৎ কিছু কিছু সিরিয়াল (Serial) দর্শকদের সঙ্গে অতপ্রতভাবে জুড়ে যায় তাদের স্মৃতির খাতায়। তেমনই শেষ হয়ে যাওয়া এমন কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল ‘ত্রিনয়নী’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘বউ কথা কও’, ‘বোঝেনা সে বোঝেনা’ আরও অনেক।

বর্তমানে আরেকটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, এমন অনেক জনপ্রিয় শেষ হয়ে যাওয়া সিরিয়াল রয়েছে যা কিনা পুনরায় সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনের পর্দায়। তাতে বেজায় খুশি ধারাবাহিক প্রেমীরা, যেন পুরনো স্মৃতিতে ডুব দিচ্ছেন দর্শকেরা। এমনকি শুধু পুরনো সিরিয়াল বলে নয় পুরনো যেকোনো হিট যদি আবারো টেলিভিশনের পর্দায় দেখতে পায় তাহলেও খুশি হন দর্শকেরা।

তেমনই এক পুরনো জুটি আবারও ছোটপর্দায় ফিরতে চলেছে দর্শকের ভালোবাসায়। ফিরতে চলেছে জি বাংলার ‘গৌরী এলো’র ধারাবাহিকের গৌরী-ঈশানের জুটি। প্রথম সারির ধারাবাহিকের মধ্যে অন্যতম ছিল এই সিরিয়াল। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায় মোহনা মাইতি এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় ছিল এই জুটি। অনেকদিন ধরেই দর্শকেরা এই জুটিকে আবারও দেখতে চাইছিল পর্দায়।

তাই, নতুন বছর শুরু হওয়ার আগেই দর্শকদের জন্য রইল খুশির খবর। এই সুখবর দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার দায়িত্ব নিলেন অভিনেতা নিজেই। এই দুটিকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে হিন্দিতে, বাংলায় নয়। বাংলার পর হিন্দি ভাষায় আসছে জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক। খুব শীঘ্রই হিন্দি জি টিভিতে সম্প্রচার হতে চলেছে এই সিরিয়াল। হিন্দিভাষী এই সিরিয়ালের নাম হবে ‘দিল ক্যায়া ক্যারে’। ভৌতিক, অলৌকিকতা এবং কিছুটা বাস্তবের সংমিশ্রণে তৈরি এই গল্প হিন্দিভাষী দর্শকদেরও ভালো লাগবে বলে আশাবাদী মেগার নির্মাতারা। এখন দেখার বিষয় একটাই, বাংলায় ঠিক যতটা সাফল্যের সঙ্গে দীর্ঘ পথ চলেছিল এই ধারাবাহিক ততটাই কি সাফল্যের চূড়ায় উঠতে পারবে হিন্দি ভাষার ‘গৌরী এলো’?

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।

                 

You cannot copy content of this page