বলিউডের রয়েছে যেমন তিন খান তেমনই টলিউডের রয়েছে তিন জিৎ অর্থাৎ প্রসেনজিৎ (Prosenjit Chaterjee), চিরঞ্জিত (Chiranjit Chakraborty) এবং জিৎ। বলিউডের খানেদের মতো টলিউডের জিতেরাও জনপ্রিয়তার নিরিখে একে অন্যের থেকে কিছু অংশে কম নয়।
বাংলার সিনে জগতে এর আগে এই তিন অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখা না গেলেও একে অন্যের সঙ্গে কোনো না কোনো সময় কাজ করেছে। তেমনই, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে চিরঞ্জিত-প্রসেনজিৎ জুটি এক সময়ে দর্শকদের বহু হিট সিনেমা উপহার দিয়েছে। এই জুটিকে শেষ একসঙ্গে দেখা গেছে ২০০২ সালের ‘ইনক্লাব’ সিনেমাতে।
বর্তমানে শোনা যাচ্ছে, চিরঞ্জিত-প্রসেনজিৎ জুটি আবারও আসতে চলেছে বড়ো পর্দায়। জানা যাচ্ছে, চন্দ্র শেষ রায়ের পরিচালিত আসন্ন ছবি ‘বিজয়গড়ের হীরে’তে অর্থাৎ কাকাবাবুর ফ্রাঞ্চাইজিতে দেখা যাবে এই জুটিকে। এসভিএফ-এর প্রযোজনায় এবং দর্শকদের ভালোবাসায় রুপালি পর্দায় ফিরছে কাকাবাবু।
আরও পড়ুনঃ বাবুর মায়ের চরিত্রে অসামান্য ছিলেন তিনি! ‘অনেক জায়গায় আমি নিজের মায়ের ছায়া পেয়েছি’ চোখের জলে বাবুর মাকে বিদায় অরিজিতার!
কাকাবাবুর চরিত্রে থাকছে প্রসেনজিৎ চ্যাটার্জী এবং এক বিশেষ চরিত্রে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীকে। তবে অভিনেতার এই চরিত্রের ব্যাপারে তিনি নিজে কোনো মন্তব্য করেননি। এতদিন পর নতুন চমক নিয়ে ফিরছে সেই পুরনো জুটি। তাই, আগ্রহী হয়ে আছেন বাংলার বহু সিনেমা প্রেমীরা। তবে এখন দেখার বিষয় একটাই, এই জুটি দর্শকদের ঠিক কতটা চমকাতে পারে?